নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ বিশ্বকাপের (ICC World Cup) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথম ম্য়াচের মতো হায়দরাবাদে এই ম্যাচেও পাকিস্তানের কোনও সাংবাদিক বা সমর্থক থাকবেন না। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। আইসিসির কোনও ইভেন্ট হলে অংশগ্রহণকারী দেশের সমর্থক ও সাংবাদিকদের ভিসা দেওয়াই দস্তুর। পাকিস্তানের প্রায় ৬০জন সাংবাদিক অ্যাক্রেডিটেশন পেয়েছেন। তাঁদের সঙ্গে শতাধিক সমর্থক ভিসার জন্য আবেদন করেছেন। কিন্তু তাঁরা এখনও ভারতে পা রাখার অনুমতি পাননি। এ নিয়ে চলছে চাপানউতোড়। পাক সরকার যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। বিদেশ মন্ত্রককে এই জটিলতা কাটানোর জন্য উদ্যোদ নিতেও বলা হয়েছে। TV9Bangla Sports-এ বিস্তারিত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র উমর ফারুক জানিয়েছেন, চেয়ারম্যান জ়াকা আশরফ ও বিদেশ সচিব সাইরাস সাজ্জাদ এ নিয়ে বৈঠক করেছেন সোমবার। যাতে সাংবাদিক ও সমর্থকরা ভারতে পা রাখার অনুমতি পান। ইতিমধ্যে আইসিসিকে লিখিত চিঠি দিয়েছে পিসিবি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফারুক এক বিবৃতিতে বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যান বিদেশ সচিবকে অনুরোধ করেছেন, তিনি যাতে দিল্লির পাকিস্তানি দূতাবাস মারফত ভারতের সরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেন। দ্রুত সাংবাদিক ও সমর্থকরা বিশ্বকাপের জন্য ভারতে পা রাখতে পারেন, তা যেন মঞ্চুর করা হয়। সাংবাদিক ও সমর্থকরা মুখিয়ে রয়েছেন পাকিস্তানের ম্যাচে উপস্থিত থাকার জন্য।’
২০১৬ সালে শেষবার ভারতে পা রেখেছিল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য। সাত বছর পর পাকিস্তানের যে টিম ভারতে এসেছে, তাঁরা প্রায় সবাই প্রথমবার এ দেশে এলেন। হায়দরাবাদে পৌঁছে আতিথেয়তায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁরা। হায়দরাবাদি বিরিয়ানি ও অন্যান্য খাবারের স্বাদেও মগ্ন ছিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেও জিতেছে বাবরের টিম। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সাংবাদিক ও সমর্থকরা আসতে পারেননি দেখে কিছুটা হলেও হতাশ তাঁরা। বলা হয়েছিল, ২৫০জন সমর্থকের জন্য প্রতি ম্যাচের ভিসা দেবে ভারত সরকার। যাঁদের ম্যাচ টিকিট ও হোটেল বুকিং থাকবে, তাঁরা পাবেন ভিসা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাক সাংবাদিকদেরও ভিসা দেওয়া হয়নি। একমাত্র আমেরিকান পাসপোর্ট থাকা পাক বংশোদ্ভুত মহম্মদ বশির ভারতে আসতে পেরেছেন। আমেদাবাদে শনিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ওই মেগাম্যাচেও কি পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভিসা দেওয়া হবে না?