Pakistan vs Scotland Match Highlights, T20 World Cup 2021: বাবরদের লক্ষ্যপূরণ, লিগ টেবলের শীর্ষে থেকে সেমিফাইনালে পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 07, 2021 | 10:59 PM

Pakistan vs Scotland Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান (Pakistan) বনাম স্কটল্যান্ড (Scotland) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Pakistan vs Scotland Match Highlights, T20 World Cup 2021: বাবরদের লক্ষ্যপূরণ, লিগ টেবলের শীর্ষে থেকে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তান বনাম স্কটল্যান্ড

Follow Us

শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, রবিবারের ডাবল হেডার ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং কাইল কোয়ের্টজারের স্কটল্যান্ড (Scotland)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছিল পাকিস্তান। স্কটল্যান্ডের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১৯০ রান। ৭২ রানে স্কটল্যান্ডকে হারাল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে স্কটল্যান্ড। লক্ষ্য পূরণ পাকিস্তানের। সুপার-১২-এর পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে গেল পাকিস্তান। এ বার টুর্নামেন্টের সেমিফাইনালে জিতে ফাইনালে উঠতে চান বাবররা। আর সেখান থেকে কাপ নিয়ে ফেরাতেই পাখির চোখ শাহিন শাহ আফ্রিদিদের।

হেড টু হেডে নজর রাখলে চোখে পড়বে কুড়ি ওভারের ফর্ম্যাটে এখনও পর্যন্ত এর আগে তিন বার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-স্কটল্যান্ড। সেখানে তিন বারই জিতেছিল পাকিস্তান। শারজাতে তার অন্যথা হল না। স্কটদের হারিয়ে আজ ২ পয়েন্ট তুলে নিল পাকিস্তান। পাশাপাশি লিগ টেবলের শীর্ষে থেকে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে চলেছে পাকিস্তান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 Nov 2021 10:54 PM (IST)

    ৭২ রানে ম্যাচ জিতল পাকিস্তান

    ৭২ রানে স্কটল্যান্ডকে হারাল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে স্কটল্যান্ড। লক্ষ্য পূরণ পাকিস্তানের। সুপার-১২-এর পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে গেল পাকিস্তান। এ বার টুর্নামেন্টের সেমিফাইনালে জিতে ফাইনালে উঠতে চান বাবররা। আর সেখান থেকে কাপ নিয়ে ফেরাতেই পাখির চোখ শাহিন শাহ আফ্রিদিদের।

  • 07 Nov 2021 10:25 PM (IST)

    ১৫ ওভারে স্কটল্যান্ড ৮১/৪

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে স্কটরা। ম্যাচ জিততে শেষ ৫ ওভারে স্কটদের প্রয়োজন ১০৯ রান।


  • 07 Nov 2021 10:02 PM (IST)

    ১০ ওভারে স্কটল্যান্ড ৪১/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে স্কটরা

  • 07 Nov 2021 09:39 PM (IST)

    ৫ ওভারে স্কটল্যান্ড ২৩/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্কটল্যান্ড তুলেছে ২৩ রান। ক্রিজে কোয়ের্টজার ও মুনসি।

  • 07 Nov 2021 09:17 PM (IST)

    রান তাড়া করতে নামল স্কটল্যান্ড

    ওপেনিংয়ে নামলেন জর্জ মুনসি ও কাইল কোয়েটজার।

  • 07 Nov 2021 09:06 PM (IST)

    ১৮৯ রানে থামল পাকিস্তান

    নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে পাকিস্তান। স্কটল্যান্ডের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৯০ রান।

  • 07 Nov 2021 08:41 PM (IST)

    ১৫ ওভারে পাকিস্তান ১১২/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১১২ রান। শেষ ৫ ওভারে স্কটদের জন্য কত রানের টার্গেট সেট করতে পারে বাবর আজমরা সেদিকেই নজর থাকবে। ক্রিজে বাবর আজম। ১৫ ওভারের শেষ বলে মহম্মদ হাফিজের উইকেট তুলে নিয়েছেন সেফান শারিফ। ১৯ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন শারিফ ।

  • 07 Nov 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৬০/২

    প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট না হারিয়ে ৬০ রান তুলে ফেলেছে বাবর আজমরা। সপ্তম ওভারের প্রথম বলে মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেন হামজা তাহির। দশম ওভারের চতুর্থ বলে ফকর জমানকে ফেরান ক্রিস গ্রিয়েভাস।

  • 07 Nov 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে পাকিস্তান ৩২/০

    পাকিস্তান সুপার-১২-এ নিজেদের বাকি ম্যাচগুলির মতো এই ম্যাচেও ভালো শুরু করেছে। ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছে বাবর-রিজওয়ান জুটি

  • 07 Nov 2021 07:31 PM (IST)

    পাকিস্তানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

  • 07 Nov 2021 07:06 PM (IST)

    স্কটল্যান্ডের প্রথম একাদশ

    স্কটল্যান্ডের প্রথম একাদশ:  কাইল কোয়ের্টজার (অধিনায়ক), জর্জ মুনসি, ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেটকিপার), রিচি ব্যারিংটন, মিচেল লিস্ক, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, সেফান শারিফ, ব্র্যাড হোয়েল ও হামজা তাহির।

  • 07 Nov 2021 07:05 PM (IST)

    পাকিস্তানের প্রথম একাদশ

    পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

  • 07 Nov 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল পাকিস্তান

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  • 07 Nov 2021 06:54 PM (IST)

    দেখুন আসিফ আলির নেট প্র্য়াক্টিসের ভিডিও

  • 07 Nov 2021 06:53 PM (IST)

    পিচ দর্শনে স্কটরা

  • 07 Nov 2021 06:48 PM (IST)

    ভারতের স্বপ্নভঙ্গ, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কারা জানুন

    পাকিস্তান আগেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। এবং দক্ষিণ আফ্রিকা মর্গ্যানদের হারাতে না পারাল ফলে অস্ট্রেলিয়া পৌঁছে যায় টুর্নামেন্টের শেষ চারে। আর আজ আফগানিস্তানের বিরুদ্ধে জেতার পর নিউজিল্যান্ড পৌঁছে গেল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে। এবং এ বারের মতো ভারতের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল।

  • 07 Nov 2021 06:43 PM (IST)

    পাঁচে পাঁচের লক্ষ্য নিয়ে নামবে বাবর আজমরা

    আর কিছুক্ষণের মধ্যে শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে পাকিস্তান-স্কটল্যান্ড। এই ম্যাচে জিতে পাঁচে পাঁচ করে টুর্নামেন্টের সুপার-১২ পর্ব শেষ করতে চায় পাকিস্তান।

  • 07 Nov 2021 06:35 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    হেড টু হেডে নজর রাখলে চোখে পড়বে কুড়ি ওভারের ফর্ম্যাটে এখনও পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-স্কটল্যান্ড। সেখানে তিন বারই জিতেছে পাকিস্তান। ২০০৭ বিশ্বকাপে ৫১ রানে স্কটল্যান্ডকে হারায় পাক দল। আর ২০১৮ সালে দু’বারের সাক্ষাতে দু’বারই জেতে পাকিস্তান।