Team India: বিরাট-রোহিতদের জার্সিতে জ্বলজ্বল করবে পাকিস্তান! এমন কাণ্ড আগে কখনও দেখেছেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 10, 2023 | 9:28 AM

Asia Cup 2023: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের আসন্ন এশিয়া কাপের জার্সির ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সির বুকে লেখা রয়েছে পাকিস্তানের নাম। যা নিয়ে এখন জোর চর্চা চলছে।

Team India: বিরাট-রোহিতদের জার্সিতে জ্বলজ্বল করবে পাকিস্তান! এমন কাণ্ড আগে কখনও দেখেছেন?
Team India: বিরাট-রোহিতদের জার্সিতে জ্বলজ্বল করবে পাকিস্তান! এমন কাণ্ড আগে কখনও দেখেছেন?

Follow Us

নয়াদিল্লি: এ বারের এশিয়া কাপ (Asia Cup) শুরুর দিন ঘনিয়ে আসছে। ৩০ অগস্ট ২০২৩ এর এশিয়া কাপের বল মাঠে গড়াবে। তার আগে চর্চায় ভারতের জার্সি (Team India’s Jersey)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ভারতের কোনও স্পনসর ছিল না। তাই স্পনসরের লোগো ছাড়াই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের বানানো জার্সি পরে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এরপর ভারতের নতুন স্পনসর হয় ফ্যান্টাসি ক্রিকেট গেমিং অ্যাপ ড্রিম ১১। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেটারদের দেখা গিয়েছে নতুন জার্সি পরে খেলতে। সেই জার্সিতে বড় বড় করে জ্বলজ্বল করছে লাল রংয়ের DREAM 11 লোগো। যা নিয়ে নেটিজ়েনরা কম সমালোচনা করেননি। তবে এ বার ভারতীয় টিমের জার্সি অন্য কারণে আলোচনায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের আসন্ন এশিয়া কাপের জার্সির ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সির বুকে লেখা রয়েছে পাকিস্তানের নাম। যা নিয়ে এখন জোর চর্চা চলছে। আসলে এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তাই এশিয়া কাপে অংশ নেওয়া সকল টিমের জার্সিতে লেখা থাকবে পাকিস্তানের নাম। তাই বিরাট-রোহিতদেরও দেখা যাবে পাকিস্তান লেখা জার্সি পরে মাঠে নামতে।

উল্লেখ্য, এ বারের এশিয়া কাপ হবে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে। ৩০ অগস্ট আয়োজক পাকিস্তান মুলতান ক্রিকেট স্টেডিয়ামে নামবে প্রথম ম্যাচ খেলতে। সেই ম্যাচে বাবর আজমদের প্রতিপক্ষ নেপাল। এই টুর্নামেন্ট ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে শ্রীলঙ্কায় ২ সেপ্টেম্বর।

Next Article