Most ODI Win By Team: ৫০০তম ওডিআই ম্যাচ জিতে ইতিহাস পাকিস্তানের, ভারতের থেকে ঠিক কতটা দূরে বাবরের দল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 28, 2023 | 2:57 PM

Pakistan Cricket : ঘরের মাঠে বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত পাকিস্তান। এই সিরিজের প্রথম ম্যাচে কিউয়িদের ৫ উইকেটে হারিয়ে ভারত-অস্ট্রেলিয়ার মতো এলিট গ্রুপে ঢুকে পড়েছে পাকিস্তান। এই নিয়ে ৫০০তম ওডিআই (ODI) ম্যাচে জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

Most ODI Win By Team: ৫০০তম ওডিআই ম্যাচ জিতে ইতিহাস পাকিস্তানের, ভারতের থেকে ঠিক কতটা দূরে বাবরের দল?
৫০০তম ওডিআই ম্যাচ জিতে ইতিহাস পাকিস্তানের, ভারতের থেকে ঠিক কতটা দূরে বাবরের দল?
Image Credit source: Pakistan Cricket Twitter

Follow Us

করাচি : রাওয়ালপিন্ডিতে কিউয়িদের হারিয়ে ইতিহাস গড়েছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। ঘরের মাঠে বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত পাকিস্তান। এই সিরিজের প্রথম ম্যাচে কিউয়িদের ৫ উইকেটে হারিয়ে ভারত-অস্ট্রেলিয়ার মতো এলিট গ্রুপে ঢুকে পড়েছে পাকিস্তান। এই নিয়ে ৫০০তম ওডিআই (ODI) ম্যাচে জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের থেকে ঠিক কতটা দূরে রয়েছে গ্রিন আর্মি। একইসঙ্গে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ওডিআই ফর্ম্যাটে কোন কোন দল সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে।

পাকিস্তানের আগে ওডিআই ক্রিকেটে ৫০০তম জয়ের রেকর্ড রয়েছে ভারতের

ভারতীয় দল এখনও অবধি মোট ১০২৯টি ওডিআই ম্যাচে খেলেছে। যার মধ্যে ৫৩৯টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। হার ৪৩৮টি ম্যাচে। ৪৩ ম্যাচ অমীমাংসিত এবং ৯টি ম্যাচ টাই হয়েছে।

অস্ট্রেলিয়ার দখলে রয়েছে বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়া হল এমন দল যারা সবচেয়ে বেশি ওডিআই ম্যাচে জিতেছে। এখনও অবধি তারা মোট ৯৭৮টি ওডিআই ম্যাচে খেলেছে। যার মধ্যে ৫৯৪টি ম্যাচে অজিরা জিতেছিল। হার ৩৪১ ম্যাচে। ৩৪টি ম্যাচ অমীমাংসিত এবং ৯টি ম্যাচ টাই।

পাকিস্তানের ৫০০তম ওডিআই ম্যাচ জয়

পাকিস্তান এখনও অবধি মোট ৯৪৯টি ওডিআই ম্যাচে খেলেছে। তার মধ্যে ৫০০টি ম্যাচে জিতেছে এবং ৪২০টি ম্যাচে হেরেছে। ২০টি ম্যাচ অমীমাংসিত এবং ৯টি ম্যাচ টাই।

এই তালিকায় পাকিস্তানের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখনও অবধি ৮৫৪টি ওডিআই ম্যাচে খেলেছে। তার মধ্যে জয় ৪১১টি ম্যাচে, হার ৪০৩ ম্যাচে। ৩০টি ম্যাট অমীংমাসিত এবং ১০টি ম্যাচ টাই।

৪০০তম ওডিআই ম্যাচ জয়ের সামনে প্রোটিয়ারা

এখনও অবধি ৬৫৪টি ওডিআই ম্যাচে খেলেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ৩৯৯টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা। ২২৮টি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২১টি ম্যাচ অমীমাংসিত এবং ৬টি ম্যাচ টাই।

প্রোটিয়াদের মতো ৪০০তম ওডিআই ম্যাচ জয়ের সামনে রয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কান ক্রিকেট টিম এখনও অবধি মোট ৮৮৩টি ওডিআই ম্যাচে খেলেছে। যার মধ্যে ৩৯৯টি জয়, হার ৪৪০টি। ৩৯টি ম্যাচ অমীমাংসিত এবং ৫ ম্যাচ টাই।

 

Next Article