রোহিত, মর্গ্যানদের টপকে আইসিসির প্রথম দশে মহম্মদ রিজওয়ান
আইসিসির তরফে বুধবার প্রকাশিত হল টি-২০ র্যাঙ্কিং (ICC T20 Ranking)। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে জিম্বাবোয়েকে ২-১ হারিয়েছে পাকিস্তান। আর সেই জয়ের পরই আইসিসির প্রথম দশে ঢুকে পড়লেন ২৮ বছর বয়সী পাক উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তান বনাম জিম্বাবোয়ে টি-২০ সিরিজের পর, রিজওয়ান ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান ও ভারতের রোহিত শর্মাকে টপকে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ৫ নম্বরেই রয়েছেন। এ ছাড়া প্রথম দশে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রয়েছেন লোকেশ রাহুল (৭ নম্বরে, পয়েন্ট ৭৪৩)।