T20 World Cup 2022: প্র্যাক্টিসে মাথায় চোট পেলেন মাসুদ, ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 21, 2022 | 2:00 PM

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কড়া ট্রেনিংয়ে নেমেছিল পাক টিম। সেখানেই বিপত্তি ঘটল। মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হল শান মাসুদকে।

T20 World Cup 2022: প্র্যাক্টিসে মাথায় চোট পেলেন মাসুদ, ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান
প্র্যাক্টিসে মাথায় চোট পেলেন মাসুদ, ভারতের বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচের আগেই বিরাট ধাক্কা পাকিস্তান শিবিরে। রবিবার রোহিত শর্মার টিমৈর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাবর আজমের টিম। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কড়া ট্রেনিংয়ে নেমেছিল পাক টিম। সেখানেই বিপত্তি ঘটল। মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হল শান মাসুদকে (Shan Masood )। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অভিষেকের পর থেকেই তিন নম্বরে ভরসা দিচ্ছেন পাকিস্তানকে। ফকর জামানের অন্যতম প্রতিদ্বন্দ্বী তিনি। যদিও হাতে আটচল্লিশ ঘণ্টা সময় রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কী করবে, সেটাই তুলে ধরল TV9 Bangla

এমসিজিতে প্র্যাক্টিসের সময় মহম্মদ নওয়াজের একটা শট এসে লাগে মাসুদের মাথার ডানদিকে। মাঠে পড়ে যান মাসুদ। তাঁর কাছে ছুটে যান টিমের ডাক্তার ও ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করানো হয়েছে। তবে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। ওই ঘটনার পর কোচ সাকলিন মুস্তাকের সঙ্গে আলাদা করে দীর্ঘ আলোচনা করতে দেখা গিয়েছে। তবে আশা করা হচ্ছে, বিশ্রাম নিলে ফিট হয়ে যাবেন। দেশের হয়ে ১২টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাসুদ। দুটো হাফসেঞ্চুরি সহ ২২০ রান করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে মাসুদ টিমকে ভরসা দিতে পারবেন, এমনই ধারণা টিম ম্যানেজমেন্টের।

বিশ্বকাপের আগে থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান টিম। অনেক প্রশ্ন থাকলেও শাহিন শাহ আফ্রিদি চোট সারিয়ে টিমে ফিরেছেন। কিন্তু টিম ঘোষণা হওয়ার পর আবার উসমান কাদির আঙুলের চোটের কারণে ছিটকে গিয়েছেন। ফকর জামান চোটের কারণে বিশ্বকাপের রিজার্ভ টিমে ছিলেন। কাদির ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে টিমে এসেছেন ফকর। তার পর আবার মাসুদের চোট চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তানকে।


শুক্রবার অপশনাল প্র্যাক্টিস ছিল পাকিস্তান টিমের। কিন্তু পুরো টিমই এ দিন এমসিজির নেটে নিজেদের উজাড় করে দিয়েছে। প্রতিপক্ষ ভারতকে নিয়ে যে ভীষণ সিরিয়াস বাবরের টিম, তা অনুশীলন দেখেই বোঝা গিয়েছে। নাসিম শাহ, হ্যারিস রউফ, শাদাব খানরা নেটে চমৎকার বোলিং করেছেন। পাক ব্য়াটাররা বাউন্সার খেলার উপরে জোর দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার গতিসম্পন্ন পিচে ভারতীয় বোলাররা বাউন্সার স্ট্র্যাটেজি নিতে পারে, এমনটা অনুমান করেই নিজেদের তৈরি রাখছেন বাবর-রিজওয়ানরা।

Next Article