AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti-Palash: মাঝ মাঠে হাঁটু মুড়ে বসে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতিকে আংটি পরালেন পলাশ, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Watch Video: স্মৃতি মান্ধানা, যিনি মাঠে বরাবরই আগ্রাসী এবং লক্ষ্যভেদী, তিনি এই অপ্রত্যাশিত রোমান্টিক মুহূর্তে কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যান। চারিদিকে উপস্থিত পরিচিতদের হাততালির মধ্যেই পলাশ তাঁকে আংটি পরিয়ে দেন।

Smriti-Palash: মাঝ মাঠে হাঁটু মুড়ে বসে ভারতীয় ক্রিকেটের 'কুইন' স্মৃতিকে আংটি পরালেন পলাশ, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
ক্রিকেট মাঠ সাক্ষী.. ভারতীয় ক্রিকেটের 'কুইন' স্মৃতিকে আংটি পরালেন পলাশImage Credit: X
| Updated on: Nov 21, 2025 | 3:52 PM
Share

ক্রিকেট মাঠ কেবল খেলা, জয় আর উত্তেজনারই সাক্ষী নয়, ক্ষেত্রবিশেষে তা সাক্ষী হয় জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও সুন্দর মুহূর্তেরও। সম্প্রতি এই তালিকায় যুক্ত হল আরও একটি রোমান্টিক অধ্যায়। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের (DY Patil Stadium) সবুজ গালিচা সাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং তাঁর প্রেমিক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) এক আবেগঘন মুহূর্তের। মাঝ মাঠে হাঁটু মুড়ে স্মৃতিকে আংটি পরিয়ে দিলেন পলাশ। সেই মুহূর্তের ভিডিয়ো ইন্সটাগ্রামে পোস্ট করেন পলাশ। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তে ভাইরাল।

মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশে স্মৃতি শুরু করলেন জীবনের আর এক নতুন ইনিংস। ক্রিকেট ম্যাচের ক্লান্তি বা চাপা উত্তেজনা নয়, সেখানে তৈরি হয়েছিল নিছক ব্যক্তিগত ভালবাসার উষ্ণতা। একাধিকবার স্মৃতি এই স্টেডিয়ামে পা রেখেছেন, কিন্তু এ বার তাঁকে পলাশ চোখে আইমাস্ক পরিয়ে হাত ধরে মাঝ মাঠে নিয়ে এসেছিলেন। তারপর ব্লাইন্ডফোল্ড খুলতেই স্মৃতি হেসে ওঠেন। এরপর মাঠের মাঝখানে সকলের সামনে হাঁটু মুড়ে বসেন পলাশ। তাঁর হাতে ছিল একটি ছোট্ট আংটির বাক্স এবং সঙ্গে একটি বিশেষ উপহার- লাল গোলাপের একটি বিশাল তোড়া।

স্মৃতি মান্ধানা, যিনি মাঠে বরাবরই আগ্রাসী এবং লক্ষ্যভেদী, তিনি এই অপ্রত্যাশিত রোমান্টিক মুহূর্তে কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যান। চারিদিকে উপস্থিত পরিচিতদের হাততালির মধ্যেই পলাশ তাঁকে আংটি পরিয়ে দেন। পলাশের প্রেম নিবেদন এবং আংটি পরানোর পর মুহূর্তেই স্মৃতি মান্ধানাও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। উচ্ছ্বসিত হাসি ও ভালবাসার ইশারায় সম্মতি জানিয়ে তিনি পাল্টা পলাশকেও আংটি পরিয়ে দেন। স্টেডিয়ামের মাঝখানে এই দুই তারকার আংটি বদলের দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার সঙ্গে সঙ্গেই তা ইন্টারনেটে আলোড়ন ফেলে দেয়। লাল গোলাপের তোড়া হাতে স্মৃতি ও পলাশের হাসিমুখের ছবি এখন নেটিজেনদের ওয়ালে ওয়ালে ঘুরছে।

ফ্যান এবং তারকাদের শুভেচ্ছা

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের অনুরাগীরা ও বিভিন্ন তারকা ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। কেউ কেউ এই মুহূর্তটিকে “ফিল্মি স্টাইল” বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন, “ক্রিকেট কুইনের জীবনের সেরা ইনিংস শুরু হল!” ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখা এই জুটি অবশেষে ভালবাসার সম্পর্ককে প্রকাশ্যে আনলেন এবং তা অনুরাগীদের জন্য নিয়ে এলো এক বিশাল সারপ্রাইজ।

Smriti Palash

পলাশের বাহুডোরে স্মৃতি… (ছবি-পলাশ মুচ্ছল ইন্সটাগ্রাম)

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ এবার যেন পরিণত হলো প্রেম নিবেদনের মঞ্চে। আন্তর্জাতিক ক্রিকেট তারকা হওয়া সত্ত্বেও স্মৃতি ও পলাশের এই ঘরোয়া কিন্তু জমকালো বাগদান মুহূর্তটি প্রমাণ করে দিল ভালবাসার কাছে সেলিব্রিটি তকমাও ফিকে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে স্মৃতি তাঁর এনগেজমেন্ট রিং হাসিমুখে সকলকে দেখিয়েছেন। আর আজ, পলাশ তাঁদের বাগদানের ছবি নেটদুনিয়ায় শেয়ার করলেন।