Inzamam ul Haq: বিশ্বকাপে বাবরদের ভরাডুবির মাঝে পদত্যাগ নির্বাচক প্রধান ইনজামামের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 31, 2023 | 10:36 AM

Pakistan Cricket: বর্তমানে পাক ক্রিকেট টিম ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup) খেলতে ব্যস্ত। আজ মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাবর আজমের পাকিস্তানের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ সাকিব আল হাসানের বাংলাদেশ। এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা ভীষণ শোচনীয়। কারণ, টানা ৪ ম্যাচ হেরে টুর্নামেন্টে রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছে গ্রিন আর্মি। এই পরিস্থিতিতে হঠাৎ পাকিস্তানের নির্বাচক প্রধান পদত্যাগ করেছেন।

Inzamam ul Haq: বিশ্বকাপে বাবরদের ভরাডুবির মাঝে পদত্যাগ নির্বাচক প্রধান ইনজামামের
Inzamam ul Haq: বিশ্বকাপে বাবরদের ভরাডুবির মাঝে পদত্যাগ নির্বাচক প্রধান ইনজামামের
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC World Cup 2023) বাবর আজমের পাকিস্তানের ভরাডুবির মাঝে হঠাৎ পদত্যাগ নির্বাচক প্রধান ইনজামাম উল হকের (Inzamam ul Haq)। গ্রিন আর্মি ভারতে চলতি বিশ্বকাপে একটানা ৪ ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত। এরই মাঝে পাক ক্রিকেটে ডামাডোল। পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান নির্বাচক ইনজামামের পদত্যাগ করার কারণ হিসেবে উঠে আসছে স্বার্থের সংঘাতের কথা। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনজি ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তার ফলে স্বার্থের সংঘাতের অভিযোগে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইনজামাম উল হক ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন। ওই কোম্পানির মালিক তালহা রেহমানি। তিনি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের একাধিক ক্রিকেটারের এজেন্টও। যে কারণে ক্রিকেট মহলে মনে করা হচ্ছে ইনজামামকে বিশ্বকাপের দল নির্বাচনে কোনও পরামর্শ দিয়ে থাকতে পারেন।

এর পরই পিসিবির পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়া হয়েছে। সেই কমিটি পুরো ঘটনাটির তদন্ত করবে। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘মিডিয়ার তরফে স্বার্থের সংঘাত এবং তার জন্য দল বাছাই প্রক্রিয়া প্রভাবিত হয়েছে, এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুরো বিষয়টি তদন্ত করার পর পিসিবিকে একটি রিপোর্ট জমা দেবে। এবং সেই কমিটি এই বিষয়ে কোনও পরামর্শ দিলে তা গুরুত্ব দিয়ে শোনা হবে।’

এই প্রসঙ্গে ইনজামাম এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমি চাই পিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই বিষয়ে স্বচ্ছ তদন্ত করুক। সেই জন্য আমি মুখ্য নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালাম। দিনকয়েক ধরে বেশ কয়েকটি প্রচারমাধ্যম আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছে। তাই আমিও চাই এই ঘটনার তদন্ত শুরু হোক। তবে শেষ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হলে, ফের এই পদে ফিরে আসব।’

Next Article