Ramiz Raja: পাকিস্তানের হারে মেজাজ হারালেন রামিজ, ভারতীয় সাংবাদিকের সঙ্গে অভব্যতা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 12, 2022 | 1:47 PM

কথা কাটাকাটি শুরু হয়। সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পিসিবি প্রধানের মেজাজ হারানোর ভিডিও টুইটারে দেন ওই সাংবাদিক।

Ramiz Raja: পাকিস্তানের হারে মেজাজ হারালেন রামিজ, ভারতীয় সাংবাদিকের সঙ্গে অভব্যতা
Image Credit source: Twitter

Follow Us

দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে মেজাজ হারালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। তাঁর সব রাগ গিয়ে পড়ল এক ভারতীয় সাংবাদিকের উপর। রবিবারের ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রামিজ। তখনই এক ভারতীয় সাংবাদিকের নিতান্তই নিরীহ প্রশ্নে ভড়কে যান রামিজ(Ramiz Raja)। কথা কাটাকাটি শুরু হয়। সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পিসিবি প্রধানের মেজাজ হারানোর ভিডিও টুইটারে দেন ওই সাংবাদিক। তারপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। একজন বোর্ড প্রধানের থেকে এরকম ব্যবহার আদৌ কাম্য কি না প্রশ্ন করেছেন ওই সাংবাদিক। তাঁর প্রশ্ন অযৌক্তিক ছিল না, তাও জিজ্ঞাসা করেছেন তিনি।

শ্রীলঙ্কার পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরও ম্যাচের রাশ বেরিয়ে গিয়েছিল পাকিস্তানের হাত থেকে। ভানুকা রাজাপক্ষে দু’বার বাঁচলেন শাদাব খানের ‘সৌজন্যে’। এরপর মহম্মদ রিজওয়ানের অতি মন্থর ব্যাটিং। পাকিস্তানের জনতা ক্ষোভে ফুটছে। গ্যালারিতে পাক সমর্থকদের চোখে জল, চেহারায় প্রবল হতাশা দেখা গিয়েছে। পিসিবি প্রধান হিসেবে কী পাক জনতাকে কোনও বার্তা দিতে চাইবেন? ভিড়ের মধ্যে থেকে প্রশ্ন ধেয়ে আসে রামিজের দিকে। এটুকু শুনেই প্রশ্নকর্তার দিকে ঘুরে যান। প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে, সাংবাদিককে বলে ওঠেন, “আপনি নিশ্চয় ভারতী। পাকিস্তান হেরেছে বলে আপনার দেশের মানুষ তো ভীষণ খুশি।” পিসিবি প্রধান অমন সাধারণ প্রশ্নে আক্রমণাত্মক মোডে চলে যাবেন, তা ঘটনাস্থলে উপস্থিত একজনেরও ধারণা ছিল না। রামিজকে ঘিরে থাকা একঝাঁক লোক রে রে করে ওঠেন। তাদের দাবি, পাকিস্তানের মানুষ মোটেও দুঃখ পায়নি, বরং দল ফাইনালে ওঠায় পাকিস্তানবাসী খুব খুশি। কথা কাটাকাটির মাঝেই সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন রামিজ। পরে অবশ্য ফোনটি ফিরিয়ে দিয়ে এগিয়ে যান।

রামিজ-সাংবাদিকের কথোপকথন

সাংবাদিক: পাকিস্তানবাসী (আওয়াম) ভীষণ অখুশি। তাঁদের জন্য কোনও বার্তা দিতে চাইবেন?

রামিজ: মনে তো হচ্ছে আপনি ভারত থেকে এসেছেন। আপনার দেশের মানুষ তো ভীষণ খুশি।

সাংবাদিক: নাহ, আমরা আনন্দিত নই।

রামিজ: কাদের কথা বলছেন?

সাংবাদিক: পাকিস্তানের সমর্থকদের কাঁদতে দেখেছি। রামিজ ভাই, আমি কি ভুল বলছি?

রামিজ: আপনি আওয়ামকে জেনারালাইজ করছেন।

ভিডিওটি দেখুন-

Next Article