Pakistan Cricket: নিউজিল্যান্ড সফর বাতিল করায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কথা চালাচ্ছে পিসিবি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 19, 2021 | 6:52 PM

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফর বাতিল করায় ওয়াসিম খান (Wasim Khan) বলেন, 'নিউজিল্যান্ড বোর্ড আগ্রহ দেখানোয় আমরা সিরিজ আয়োজন করি। বিশ্ব ক্রিকেটে এমনিতেই আমাদের সুনাম নেই। কিন্তু আমাদের সরকারের পূর্ণ সহায়তা সত্ত্বেও ওরা সফর বাতিল করল। এটা খুবই খারাপ।'

Pakistan Cricket: নিউজিল্যান্ড সফর বাতিল করায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কথা চালাচ্ছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছবি: টুইটার

Follow Us

করাচি: নিরাপত্তাজনিত কারণে পাক সফর বাতিল করে দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। পাক বোর্ডের (PCB) কাছে যা বিশাল ধাক্কা। বিশ্ব মঞ্চে ফের কলূষিত হয়েছে পাকিস্তান (Pakistan)। নিন্দার ঝড় বইছে। একই সঙ্গে আর্থিক ধাক্কাও সামলাতে হচ্ছে পাক বোর্ডকে।

নিউজিল্যান্ড সিরিজ বাতিল করায় শ্রীলঙ্কা (Sri Lanka) এবং বাংলাদেশের (Bangladesh) সঙ্গে কথা চালাচ্ছে পাক বোর্ড। এই অল্প সময়ে যদি কোনও সিরিজ আয়োজন সম্ভব হয়, সেই ব্যাপারেই এই দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা শুরু করল পিসিবি। যদিও তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাক বোর্ড সিইও ওয়াসিম খান বলেন, ‘আমাদের চেয়ারম্যান ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে। যদি অল্প সময়ে কোনও সিরিজ আয়োজন সম্ভব হয়। কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষে নির্দিষ্ট সূচির বাইরে গিয়ে নতুন কোনও সিরিজ আয়োজন করা খুব কঠিন। এমনকি সে দেশের ক্রিকেটাররাও এই মুহূর্তে সিরিজ খেলতে চাইছে না।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফর বাতিল করায় ওয়াসিম খান (Wasim Khan) বলেন, ‘নিউজিল্যান্ড বোর্ড আগ্রহ দেখানোয় আমরা সিরিজ আয়োজন করি। বিশ্ব ক্রিকেটে এমনিতেই আমাদের সুনাম নেই। কিন্তু আমাদের সরকারের পূর্ণ সহায়তা সত্ত্বেও ওরা সফর বাতিল করল। এটা খুবই খারাপ।’

নিউজিল্যান্ড সফর বাতিল করায় আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটি ঠিক করবে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। নিউজিল্যান্ড সফর বাতিল করলেও, টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে না পাকিস্তান। সাফ জানিয়ে দিলেন পিসিবি সিইও।

 

আরও পড়ুন: Chris Cairns: অস্ত্রোপচারের পর শরীরে দেখা দিয়েছে আরও সমস্যা

Next Article