পিঙ্ক বল টেস্ট। এই ফরম্যাট জৌলুস হারাতে বসেছিল। তবে আইসিসির নানা উদ্যোগ আবারও টেস্ট ক্রিকেটকে উপভোগ্য করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দীর্ঘ ভাবনা থাকলেও অবশেষে তার বাস্তবায়ন হয়েছিল ২০১৯ সালে। তেমনই টেস্ট ক্রিকেটের জৌলুস বাড়াতে শুরু করা হয়েছিল দিন-রাতের ম্যাচও। গোলাপি বলে দিন-রাতের টেস্ট খুবই কঠিন। সে কারণেই সব দেশ গোলাপি বলে দিন-রাতের টেস্টে আগ্রহ দেখায় না। তবে সমর্থকদের কাছে এই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। ভারতের কাছে একটা খারাপ স্মৃতি থাকলেও সার্বিক ভাবে ভালো পারফরম্যান্স। কোন দেশ কতগুলো গোলাপি টেস্ট খেলেছে, জেনে নেওয়া যাক বিস্তারিত।
অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। এটি সব মিলিয়ে ২৩তম দিন-রাতের টেস্ট হতে চলেছে। ডে নাইট টেস্টে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াই। সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে তারা। অস্ট্রেলিয়া ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে। ভারত খেলেছে চারটি। এর মধ্যে একটি হার। বাকি তিন ম্যাচেই জিতেছে ভারত। একমাত্র হার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডেই। গত সফরে এখানেই সিরিজ শুরু হয়েছিল। মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত।
কোন দেশ কত ডে-নাইট টেস্ট খেলেছে, সব পরিসংখ্যান দেখে নেওয়া যাক…