Pink Ball Test: কোন দেশ কত ডে-নাইট টেস্ট; ভারত, অস্ট্রেলিয়ার পরিসংখ্যান কী বলছে?

Dec 02, 2024 | 8:04 PM

India vs Australia Test Series: সব দেশ গোলাপি বলে দিন-রাতের টেস্টে আগ্রহ দেখায় না। তবে সমর্থকদের কাছে এই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। ভারতের কাছে একটা খারাপ স্মৃতি থাকলেও সার্বিক ভাবে ভালো পারফরম্যান্স। কোন দেশ কতগুলো গোলাপি টেস্ট খেলেছে, জেনে নেওয়া যাক বিস্তারিত।

Pink Ball Test: কোন দেশ কত ডে-নাইট টেস্ট; ভারত, অস্ট্রেলিয়ার পরিসংখ্যান কী বলছে?
Image Credit source: Jason McCawley/Getty Images

Follow Us

পিঙ্ক বল টেস্ট। এই ফরম্যাট জৌলুস হারাতে বসেছিল। তবে আইসিসির নানা উদ্যোগ আবারও টেস্ট ক্রিকেটকে উপভোগ্য করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দীর্ঘ ভাবনা থাকলেও অবশেষে তার বাস্তবায়ন হয়েছিল ২০১৯ সালে। তেমনই টেস্ট ক্রিকেটের জৌলুস বাড়াতে শুরু করা হয়েছিল দিন-রাতের ম্যাচও। গোলাপি বলে দিন-রাতের টেস্ট খুবই কঠিন। সে কারণেই সব দেশ গোলাপি বলে দিন-রাতের টেস্টে আগ্রহ দেখায় না। তবে সমর্থকদের কাছে এই ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। ভারতের কাছে একটা খারাপ স্মৃতি থাকলেও সার্বিক ভাবে ভালো পারফরম্যান্স। কোন দেশ কতগুলো গোলাপি টেস্ট খেলেছে, জেনে নেওয়া যাক বিস্তারিত।

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। এটি সব মিলিয়ে ২৩তম দিন-রাতের টেস্ট হতে চলেছে। ডে নাইট টেস্টে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াই। সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে তারা। অস্ট্রেলিয়া ১২টি দিন-রাতের টেস্ট খেলেছে। ভারত খেলেছে চারটি। এর মধ্যে একটি হার। বাকি তিন ম্যাচেই জিতেছে ভারত। একমাত্র হার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডেই। গত সফরে এখানেই সিরিজ শুরু হয়েছিল। মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত।

কোন দেশ কত ডে-নাইট টেস্ট খেলেছে, সব পরিসংখ্যান দেখে নেওয়া যাক…

এই খবরটিও পড়ুন

  1. অস্ট্রেলিয়া খেলেছে ১২টি ম্যাচ। জয় ১১টি, হার একটি।
  2. ইংল্যান্ড ৭টি ম্যাচ খেলেছে। দুটি জয়, পাঁচটি হার।
  3. ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচ খেলেছে। একটি জয়, হার ৪টি।
  4. ভারত ৪ ম্যাচ খেলেছে। তিনটি জয়, একটি হার।
  5. পাকিস্তান ৪ ম্যাচ খেলেছে, জয় মাত্র একটি। বাকি তিনটিতেই হার।
  6. শ্রীলঙ্কা ৪টি খেলেছে। দুটি করে জয় ও হার।
  7. নিউজিল্যান্ড ৪টি খেলেছে, একটি জয় ও তিনটি হার।
  8. দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে। একটি করে জয় ও হার।
  9. বাংলাদেশ একটিই খেলেছে, ভারতের কাছে হার।
  10. জিম্বাবোয়ে একটি ম্যাচ খেলছে, হার।
Next Article