IPL 2025: আইপিএলে দল না পেয়ে দেশে অবসর, বিদেশে খেলবেন কোহলির সতীর্থ!

Nov 29, 2024 | 3:09 PM

IPL 2025 Mega Auction: মেগা অকশনে নাম দিয়েছিলেন। কিন্তু কোনও দল আগ্রহ না দেখানোয় নামই ডাকা হয়নি। ভরসা ছিল সেই ঘরোয়া ক্রিকেট। সদ্য রঞ্জি ট্রফিতে খেলেছিলেন পঞ্জাবের এই ক্রিকেটার। সব দিক থেকে ধাক্কা খেয়ে ভারতীয় ক্রিকেট থেকেই অবসর নিলেন পেসার। 

IPL 2025: আইপিএলে দল না পেয়ে দেশে অবসর, বিদেশে খেলবেন কোহলির সতীর্থ!
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল পেসার। খেলেছেন ভারতীয় দলের হয়েও। তবে দেশের জার্সিতে শেষ সুযোগ পেয়েছিলেন প্রায় ৬ বছর আগে। ফেরার সম্ভাবনাও নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও শেষ বার খেলেছেন ২০২২ সালে। তাও মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার। এ বারও মেগা অকশনে নাম দিয়েছিলেন। কিন্তু কোনও দল আগ্রহ না দেখানোয় নামই ডাকা হয়নি। ভরসা ছিল সেই ঘরোয়া ক্রিকেট। সদ্য রঞ্জি ট্রফিতে খেলেছিলেন পঞ্জাবের এই ক্রিকেটার। সব দিক থেকে ধাক্কা খেয়ে ভারতীয় ক্রিকেট থেকেই অবসর নিলেন পেসার সিদ্ধার্থ কউল। তাঁর লক্ষ্য বিদেশে খেলা।

ভারতীয় ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ সিদ্ধার্থ কউল। অনূর্ধ্ব ১৯ স্তরে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারতের চ্যাম্পিয়ন টিমেরও সদস্য। পরবর্তীতে জাতীয় দল এবং আইপিএলেও এক টিমের খেলার সুযোগ হয়েছে। দেশের জার্সিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে মিলিয়ে সুযোগ পেয়েছেন মাত্র ৬ ম্যাচ খেলার। টি-টোয়েন্টিতে তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৪৫ ম্যাচে ১৮২ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ। ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান ১২ রান দিয়ে পাঁচ উইকেট। ২০২৩-২৪ মরসুমে পঞ্জাব প্রথম বার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল। ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন সিদ্ধার্থ কউল।

একটি ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেছেন, ‘আমি মনে করি, এখনও ৩-৪ বছর খেলার দক্ষতা রয়েছে। পারফরম্যান্স কিংবা ফিটনেসের কারণে বাদ পড়ার চেয়ে আগে থেকেই মাথা উঁচু করে সরে দাঁড়াতে চাই। গত ৯-১০ বছর আমার পারফরম্যান্স বলছে, ধারাবাহিক ভালো খেলেছি।’ ভারতীয় ক্রিকেটে অবসর নিয়ে কাউন্টি ক্রিকেট এবং মেজর লিগ ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে বিরাট কোহলির সতীর্থর।

Next Article