ICC World Cup 2023: চেন্নাইয়ে কোহলি গর্জনে কানে তালা ওয়ার্নারদের!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2023 | 3:11 PM

Team India: ভারত (India) বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৮ অক্টোবর। আজ, বুধবার চেন্নাইয়ে পৌঁছে গেলেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। ৮ অক্টোবর প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। তা হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। তাই এ বার চেন্নাইয়ে পৌঁছে গেল ভারতীয় দল।

ICC World Cup 2023: চেন্নাইয়ে কোহলি গর্জনে কানে তালা ওয়ার্নারদের!
চেন্নাইয়ে 'কোহলি-গর্জন'-এ কানে তালা ওয়ার্নারদের!
Image Credit source: PTI

Follow Us

চেন্নাই: বিশ্বকাপের (ICC World Cup 2023) কাউন্টডাউন শুরু। আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের উদ্বোধন। মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে জস বাটলারের ইংল্যান্ড এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ভারত (India) বিশ্বকাপ যাত্রা শুরু করবে দিন তিনেক পর। আজ, বুধবার চেন্নাইয়ে পৌঁছে গেলেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। ৮ অক্টোবর প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের। তা হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। তাই এ বার চেন্নাইয়ে পৌঁছে গেল ভারতীয় দল। অবশ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমও চেন্নাইতে পৌঁছে গিয়েছে। আর সেখানে পৌঁছতেই ‘কোহলি… কোহলি’ গর্জন শুনে ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেনদের কানে তালা লাগার জোগাড় হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কেন চেন্নাইয়ে ‘কোহলি-গর্জন’-এ কানে তালা ওয়ার্নারদের?

আসলে, চেন্নাইয়ের বিমানবন্দর থেকে বিরাট কোহলি টিম বাসের দিকে যাওয়ার সময় সেখানে উপস্থিত তাঁর অনুরাগীরা ‘কোহলি… কোহলি…’ স্লোগান দিতে থাকেন। এরপর এক এক করে টিম বাসের দিকে এগিয়ে যান জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন ও অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার টিম বাস বিমানবন্দর থেকে ছাড়ার সময় ফের ভারতের ক্রিকেট ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সময় অজি ক্রিকেটাররা সেখানেই দাঁড়িয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া দুই টিমের জন্য বিরাট পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চেন্নাই বিমানবন্দরে কোহলি গর্জন ও ভারতীয় টিমের জন্য স্লোগান বেশ ভালো মতোই কানে পৌঁছেছে ডেভিড ওয়ার্নারদের।

চেন্নাইয়ের বিমানবন্দর থেকে ভারতের টিম বাস চলে যাওয়ার পর সেখানে কয়েক মিনিট অপেক্ষা করতে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তারপর আসে অজিদের টিম বাস। এবং তাতে উঠে পড়েন ওয়ার্নাররা। বিশ্বকাপের আগে অজিদের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ ছিল তার ১টি নিষ্ফলা। আর অপরটিতে পাকিস্তানকে হারায় অস্ট্রেলিয়া। এই দুই প্রস্তুতি ম্যাচের আগে অবশ্য ভারতের কাছে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিলেন কামিন্সরা। প্রসঙ্গত, যেহেতু ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ, তাই টিম ইন্ডিয়া বাড়তি সমর্থন পাবে, একথা নিঃসন্দেহে বলা যায়।

 

Next Article