মেলবোর্ন: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) নামবে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচটি ব্যক্তিগতভাবে স্মরণীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের জন্য। কেরিয়ারে ১০০তম টেস্টের ময়দানে নামবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। সোমবার মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। শততম টেস্ট খেলতে নামবেন একদিন পর। কোথায় তিনি কেরিয়ারের মাইলস্টোন নিয়ে মেতে থাকবেন! তা নয়, ডেভিড ওয়ার্নার নিজের ফর্ম নিয়েই মহা চিন্তিত। কারণ তিন বছর হয়ে গেল তাঁর ব্যাটে সেঞ্চুরি নেই। ১০০তম টেস্টের মঞ্চে নামার আগে কী বলছেন অস্ট্রেলিয়ান তারকা? তুলে ধরল TV9 Bangla।
১০০ তম টেস্ট খেলতে পারা যে কোনও ক্রিকেটারের কাছেই নিঃসন্দেহে বড় প্রাপ্তি। ওয়ার্নারের ক্ষেত্রেও এটি বড় পাওনা। তবে কেরিয়ারের শত তম টেস্টের মাঠে নামার আগে মানসিক ভাবে কিছু জিনিস নিয়ে অশান্তিতে আছেন তিনি। বিগত তিন বছর টেস্ট সেঞ্চুরি করতে পারেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। সেই সঙ্গেই বল বিকৃতি বিতর্কে জড়িয়ে হাতছাড়া হয়েছিল অধিনায়কত্ব, সেই বিতর্কের রেশও কাটিয়ে উঠতে পারেননি পুরোপুরি। তাই সবমিলিয়ে কেরিয়ারের আর এক মাইলস্টোন ছোঁয়ার আগে বেশ চাপে রয়েছেন ওয়ার্নার। কেরিয়ারের শত তম টেস্টের মাঠে নামার আগে প্রাক্তন অজি ক্য়াপ্টেনকে বলতে শোনা গেল, জীবনের ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে পারার আনন্দ তাঁর কাছে পৃথিবী সমান।
শত তম টেস্টের নজির গড়ার আগে আরও বলেন, “আর পাঁচটা সাধারণ ছেলের মতই স্বপ্ন দেখতাম একদিন ক্রিকেট খেলব, এখন কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে পারার সুযোগ পেয়ে সেই স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে।” অস্ট্রেলিয়ার জার্সিতে আবার ফিরতে পেরেও যথেষ্ট খুশি ওয়ার্নার। তবে মানসিক ভাবে একটু অশান্তিতে আছেন স্বীকার করেন সে কথাও। তবে তিনি আশাবাদী। সোমবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির খোঁজে যে নামবেন ওয়ার্নার, সন্দেহ নেই।