নয়াদিল্লি: একবার নয়, পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জিতল টিম ইন্ডিয়া। গোটা দেশে বীরের সম্মান পাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রবিবার ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানের এই সাফল্য অনুপ্রাণিত হবে গোটা দেশ। মত প্রধানমন্ত্রীর।
इस महीने, क्रिकेट पिच से भी बहुत अच्छी खबर मिली | हमारी क्रिकेट टीम ने शुरुआती दिक्कतों के बाद, शानदार वापसी करते हुए ऑस्ट्रेलिया में सीरीज जीती | हमारे खिलाड़ियों का hard work और teamwork प्रेरित करने वाला है : PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) January 31, 2021
প্রধানমন্ত্রীর টুইটের কিছুক্ষণের মধ্যেই তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দলকে আরও মানসিক শক্তি দেবে।
Thank you, Sir. Your kind words will further strengthen #TeamIndia and ??’s resolve to perform under pressure and in trying circumstances. Jai Hind ! https://t.co/yQQN9nh8Ab
— Ravi Shastri (@RaviShastriOfc) January 31, 2021
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার স্ট্যান্ড ইন অধিনায়ক অজিঙ্কে রাহানে।
Thank you for your words of encouragement Shri @narendramodi Ji ? It’s always an honour to represent our country, we hope to continue inspiring more Indians as we move forward ?? https://t.co/8vxfrU3N4v
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 31, 2021
হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রধনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sincere thanks and gratitude to Honourable Prime minister for recognising the performance of the Indian cricket team in australia..
— Sourav Ganguly (@SGanguly99) January 31, 2021
পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের জন্য তৈরি হচ্ছে বিরাট কোহলির দল।