AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prabhsimran Singh: দুটি কিডনিই বিকল, বাবার বাঁচার অবলম্বন প্রভসিমরনের ইনিংস!

IPL 2025, PBKS vs LSG: ক্রমশ খারাপের দিকে যাচ্ছে শারীরিক অবস্থা। সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয় তাঁকে। এই সবের মধ্যেই বাঁচার একমাত্র অবলম্বন হয়ে উঠছে আইপিএলে ছেলের বিস্ফোরক ইনিংস।

Prabhsimran Singh: দুটি কিডনিই বিকল, বাবার বাঁচার অবলম্বন প্রভসিমরনের ইনিংস!
Image Credit: BCCI
| Edited By: | Updated on: May 05, 2025 | 11:08 PM
Share

কলকাতা: শুধু দলের প্লে-অফে টিকে থাকার কারণ নয়, অসুস্থ বাবার জীবনে বাঁচার রসদও জোগাচ্ছেন পঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং। তাঁর এক একটি ইনিংসই যেন তাঁর বাবার পথ্যের কাজ করছে। শয্যাশায়ী প্রভসিমরন সিংয়ের বাবা সর্দার সুরজিৎ সিং। তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছে। ক্রমশ খারাপের দিকে যাচ্ছে শারীরিক অবস্থা। সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয় তাঁকে। এই সবের মধ্যেই বাঁচার একমাত্র অবলম্বন হয়ে উঠছে আইপিএলে ছেলের বিস্ফোরক ইনিংস।

এখন নাকি শুধু প্রভসিমরনের খেলা দেখলেই হাসেন, কথা বলেন তাঁর বাবা সুরজিৎ সিং। সেই বিষয়েই সম্প্রতি জানিয়েছেন সুরজিৎ সিংয়ের দাদা, প্রভসিমরনের কাকা সুখবিন্দরপাল সিং। তিনি বলেছেন, ‘আজকাল প্রভসিমরনকে খেলতে দেখলেই শুধুমাত্র ওকে হাসতে দেখা যায়। পঞ্জাব কিংসের সব ম্যাচের আগে আমি ওকে বসার ঘরে নিয়ে যাই। আমরা একসঙ্গে প্রতিটা ম্যাচ দেখি। প্রতিবার ক্যামেরা সিম্মুর (প্রভসিমরন) দিকে থাকলে ওর মুখে হাসি ফুটে ওঠে। সিম্মু যখনই রান করে, তখনই ওকে হাসতে দেখা যায়। ওই সময়গুলোতে ও যে অসুস্থ, সেটা যেন ভুলেই যায়।’

২০১৯ সাল থেকে পঞ্জাব দলে খেলছেন প্রভসিমরন। ২০২২ সাল অবধি বিশেষ সুযোগ পাননি। তারপর থেকে নিয়মিত সুযোগ পেতে থাকেন দলে। গত দুই মরসুমে প্রায় ৩৫০ করে রান করেছিলেন প্রভসিমরন। চলতি মরসুম তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। ১১ ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪৩৭ রান করে ফেলেছেন। যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। শেষ ম্যাচেই লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৯১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই প্রভসিমরনকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন ও বিশেষজ্ঞরা।

প্রভসিমরনের কাকা আরও বলেন যে, ৯১ রানে উইকেট ছুঁড়ে দেওয়ার জন্য নাকি পঞ্জাবের ক্রিকেটারকে বকাবকি করেছেন সুরজিৎ। তিনি বলেছেন, ‘সোমবার সকালে সিম্মু ভিডিয়ো কল করেছিল। সুরজিতের বিষয়ে জানতে চাওয়ায় তিনি উল্টে বলেন, ১০০ রানের এত কাছে গিয়ে কেন প্রভসিমরন উইকেট ছুঁড়ে দিয়েছে।’