Prasidh Krishna : এক বছর পর বাইশ গজে, প্রথম ওভারেই উইকেট নিলেন প্রসিধ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 14, 2023 | 3:38 PM

একবছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রসিধ বেছে নিয়েছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত মহারাজা টি ২০ ট্রফি।

Prasidh Krishna : এক বছর পর বাইশ গজে, প্রথম ওভারেই উইকেট নিলেন প্রসিধ

Follow Us

কলকাতা : গতবছর জিম্বাবোয়ে সফরে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna)। তারপর থেকে বাইশ গজ থেকে দূরে ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল। বিসিসিআই (BCCI) তাঁর ফিটনেস আপডেট দিয়ে জানায় বোলিং শুরু করেছেন প্রসিধ। আয়ারল্যান্ড সফরে তাঁকে রেখে দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ড সফরে প্রসিধকে সফল দেখতে চাইছে বোর্ড। তবে চোট সারিয়ে আন্তর্জাতিক ম্যাচে কামব্যাক করার আগেই ‘ট্রেলার’ দেখালেন প্রসিধ। আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে কর্নাটক ক্রিকেট সংস্থার আয়োজিত টি ২০ টুর্নামেন্টে খেলতে নেমেই চমকে দিলেন। কীভাবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

একবছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রসিধ বেছে নিয়েছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত মহারাজা টি ২০ ট্রফি। এতদিনের বিরতি সত্ত্বেও বোলিং করতে নেমে ছন্দ খুঁজে পেতে দেরি লাগল না তাঁর। মাত্র তিন বল খেলেই সাফল্য পেলেন। ম্যাচটি ছিল মাইশোর ওয়ারিয়র্স এবং হুবলি টাইগার্সের মধ্যে। মাইশোরের হয়ে বল করতে নেমে প্রসিধ প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট নিলেন। ২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রসিধের বোলিং দেখে স্বস্তিতে ভারতীয় সমর্থকরা।

গতবছর জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন প্রসিধ কৃষ্ণ। গত ২১ জুলাই বিসিসিআই জানায়, বোলিং শুরু করেছেন প্রসিধ। একমাস হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট কামব্যাক করে ফেললেন। এ বার আয়ারল্যান্ড সফরে প্রসিধের পারফরম্যান্স দেখার অপেক্ষা। ১৫ অগস্ট আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সিরিজে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। প্রসিধের মতো তাঁরও এটা কামব্যাক সিরিজ।

Next Article