India vs West Indies 2022: রোহিতের প্রশংসাই আমার কাছে প্রাপ্তি: প্রসিধ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 10, 2022 | 6:30 PM

প্রসিধ আরও বলেন, 'প্রায় ১ বছর আগে জাতীয় দলের হয়ে আমার অভিষেক হয়। বরাবরই নিজের ধারাবাহিকতা দেখাতে তৎপর আমি। যখন থেকে শুরু করেছি, তখন থেকেই বেশ উচ্ছ্বসিত। আমি আজ যা করতে চেয়েছি, তাতে সফল হয়েছি। বেশ আনন্দিত। ক্রিকেটার হিসেবে সবসময় চাই, যখনই সুযোগ পাব তখনই উজাড় করে দিতে। ম্যাচের আগে রোহিতের সঙ্গে আমার কথা হয়। তবে বিশেষ কোনও উপদেশ ও আমাকে দেয়নি। বরাবরই ধারাবাহিকতা দেখাতে চেয়েছি। আমাদের দলে ভালো বোলার রয়েছে। ওদের থেকেও সাহায্য পাচ্ছি।'

India vs West Indies 2022: রোহিতের প্রশংসাই আমার কাছে প্রাপ্তি: প্রসিধ
প্রসিধ কৃষ্ণা। ছবি: টুইটার

Follow Us

আমেদাবাদ: দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করে ম্যাচের নায়ক হয়ে গিয়েছেন প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। একাই নিয়েছেন চার উইকেট। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটিং অর্ডারকে একার হাতে শেষ করেছেন কর্ণাটকের এই জোরে বোলার। প্রসিধের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ম্যাচের পর তরুণ পেসারকে প্রশংসায় ভরিয়ে দেন দলনায়ক। প্রায় এক বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হলেও, গতকালের পারফরম্যান্সটাই অন্যতম সেরা। ম্যাচের পর প্রসিধ বলেন, ‘রোহিতের প্রশংসা আমার জন্য বিশাল প্রাপ্তি। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে ও। ফলে ওর কাছ থেকে এ রকম প্রশংসায় আমি খুবই আপ্লুত। ২২ গজে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি। নিজের পারফরম্যান্সে খুবই উচ্ছ্বসিত আমি।’

 

প্রসিধ আরও বলেন, ‘প্রায় ১ বছর আগে জাতীয় দলের হয়ে আমার অভিষেক হয়। বরাবরই নিজের ধারাবাহিকতা দেখাতে তৎপর আমি। যখন থেকে শুরু করেছি, তখন থেকেই বেশ উচ্ছ্বসিত। আমি আজ যা করতে চেয়েছি, তাতে সফল হয়েছি। বেশ আনন্দিত। ক্রিকেটার হিসেবে সবসময় চাই, যখনই সুযোগ পাব তখনই উজাড় করে দিতে। ম্যাচের আগে রোহিতের সঙ্গে আমার কথা হয়। তবে বিশেষ কোনও উপদেশ ও আমাকে দেয়নি। বরাবরই ধারাবাহিকতা দেখাতে চেয়েছি। আমাদের দলে ভালো বোলার রয়েছে। ওদের থেকেও সাহায্য পাচ্ছি।’

 

শুক্রবার সিরিজের শেষ একদিনের ম্যাচ। সিরিজ আগেই জিতে গিয়েছে ভারতীয় দল। এ বার লক্ষ্য হোয়াইটওয়াশ। ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে রাখতে চান রোহিত-বিরাটরা।

 

 

 

আরও পড়ুন: India vs West Indies: ‘ঋষভকে ফিনিশার হিসেবেই দেখা উচিত’, মত গাভাসকরের

Next Article