T20 World Cup 2022: চোটে কাঁবু শ্রীলঙ্কার সামনে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 23, 2022 | 2:43 AM

Sri Lanka vs Ireland: নিশাঙ্ককে নিয়ে ধোঁয়াশা রেখেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার চামিকা করুণারত্নে। জানিয়েছেন, পাথুম খেলতেও পারে, আবার বিশ্রামও দেওয়া হতে পারে।

T20 World Cup 2022: চোটে কাঁবু শ্রীলঙ্কার সামনে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড
Image Credit source: ICC

Follow Us

হোবার্ট : বহু কষ্টে সুপার টুয়েলভ (T20 World Cup 2022) নিশ্চিত হয়েছে। এর পর! শ্রীলঙ্কা, আয়ারল্য়ান্ডের (Sri Lanka vs Ireland) কাছে এমনটাই প্রশ্ন। এ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অনেক স্বপ্ন নিয়ে পা রাখলেও সুপার ১২ এ জায়গা করে নিতেই ঘাম ছুটেছে। এ বার আরও কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের চেয়েও শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) বড় মাথাব্যথা চোট-আঘাত। সারা বছর কার্যত আড়াল করে রাখা হয়েছিল দুষ্মন্ত চামিরাকে। বড্ড চোট প্রবণ। এশিয়া কাপে খেলানো হয়নি। প্রত্যাশা ছিল বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ভরসা দেবেন। ভালো বোলিং করার ম্যাচেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। নতুন করে চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার। শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার দানুস্কা গুণতিলকও চোটে ছিটকে গিয়েছেন। এখানেই শেষ নয়। ছন্দে থাকা ওপেনার পাথুম নিশাঙ্করও চোট। সুপার ১২-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তাঁকে পাবে কিনা, সন্দেহ রয়েছে।

নিশাঙ্ককে নিয়ে ধোঁয়াশা রেখেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার চামিকা করুণারত্নে। জানিয়েছেন, পাথুম খেলতেও পারে, আবার বিশ্রামও দেওয়া হতে পারে। ম্যাচের আগেই পাথুমকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান করণারত্নে। ব্যাটিং অর্ডারকে ভরসা দিতে গুণতিলকের জায়গায় দলে আসছেন আশেন বান্দারা। তবে পাথুম খেলতে না পারলে শ্রীলঙ্কার রাস্তা আরও কঠিন হবে। বোলিং বিভাগে দুষ্মন্ত ছিটকে যাওয়ায় বড় ফাঁক তৈরি হয়েছে। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। নকআউটে যেতে হলে শক্তিশালী দলকে হারাতে হবে। আয়ারল্যান্ডের চেয়ে আরও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করবে।

সুপার ১২ এ উঠতে ঘাম ঝড়লেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে আয়ারল্যান্ড। আত্মবিশ্বাসের দিক দিয়েও তুঙ্গে। দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে সুপার ১২ নিশ্চিত করেছেন আইরিশরা। অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ছন্দে ফিরেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে লাভ আয়ারল্যান্ডের। তেমনই স্পিনার সিমি সিং এবং অলরাউন্ডার গ্যারেথ ডেলানির অবদান ভুললে চলবে না।

Next Article