হোবার্ট : ওয়েস্ট ইন্ডিজ আর আগের মতো নেই…। এই লাইন এখন যখন খুশি ব্যবহার করা যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য। সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবিয়ানদের দাপট। পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত। কিন্তু জাতীয় দলের হাল, বেহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) দু-বার চ্যাম্পিয়ন। তারপরও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কেউ ভরসা দেখাতে পারে না। এ বারও সরাসরি সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ডে গ্রুপ বি-তে রয়েছে তারা। আজ গ্রুপ বি-র প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নামছে স্কটল্যান্ডের (West Indies vs Scotland) বিরুদ্ধে। আবার ঘুরিয়ে বলা যায়, হোবার্টে বিশ্বকাপ অভিযান শুরু করছে নিকোলাস পুরানের (Nicholas Pooran) নেতৃত্বাধীন ‘নতুন ওয়েস্ট ইন্ডিজ।’
নিকোলাস পুরানের নেতৃত্বে ভালো কিছুরই স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। দলে অতি পরিচিত মুখ বলতে জেসন হোল্ডার এবং অধিনায়ক পুরানই। একাদশে বাকি ৯ জন কারা সুযোগ পেতে পারেন, তা নিয়ে ম্যাচের আগে ধোঁয়াশা রেখেছেন খোদ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই। বরং হোবার্টের আবহাওয়া নিয়ে আরও একটু বেশি বলতে পারলেন। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে পুরান বলেন, ‘ম্যাচের আগে পরিস্থিতি দেখে একাদশ বাছব। এখনও আলোচনা করিনি। এখানে (হোবার্ট) প্রচণ্ড ঠান্ডা। জায়গাটা সুন্দর। কিন্তু সূর্য লুকিয়ে রয়েছে।’ প্রথম ম্যাচের প্রসঙ্গ উঠতে পুরান বলেন, ‘স্কটল্যান্ড ম্যাচ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে আমরা আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ায় পৌঁছেছি প্রায় দু-সপ্তাহ হয়ে গেল। দলের বাকিরা এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে বলেই মনে হচ্ছে। দলের বেশিরভাগই এর আগে অস্ট্রেলিয়ায় খেলেনি। প্রস্তুতি ভালো হয়েছে। ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছি।’ পুরানের কথা শুনে মনে হল, টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার হাউস বিশ্বকাপে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন।
প্রতিপক্ষ স্কটল্যান্ড গত বিশ্বকাপের পর খুব বেশি ম্যাচ খেলেনি। নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এ বারের বিশ্বকাপের ওয়ার্ম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় কিছুটা আত্মবিশ্বাস দিয়েছে স্কটিশদের। ভরসা অধিনায়ক রিচি বেরিংটন, জশ ডেভি ও ব্র্যাড হুইল। বোলিং নিয়ে চিন্তা থাকছেই। বিশেষত ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটিংয়ের বিরুদ্ধে। স্কটিশ শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ব্র্যাড হুইল। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। বিশেষত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে সফল পেসার। হোবার্টে ছোট বাউন্ডারি। সেখানে তিনিও স্কটল্যান্ডকে কতটা ভরসা দিতে পারেন, সেটাও দেখার। গ্রুপ বি-র প্রথম ম্যাচ জমতে পারে দুই নতুন দলের লড়াইয়ে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সকাল ৯.৩০ (ভারতীয় সময়)