হোবার্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম রাউন্ড শেষ হচ্ছে আজ। সুপার ১২-এর দশটি দল নিশ্চিত। আজ দুটি দলের ভাগ্য নির্ধারণ। কোন দুটি দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে সে দিকেই নজর। এখানে একটাই অঙ্ক, যে জিতবে সেই সুপার টুয়েলভে। গ্রুপ বি-র চারটি দল আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং জিম্বাবোয়ে। প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে। প্রত্যেকেরই ২ পয়েন্ট করে রয়েছে। নেট রান রেটের নিরিখে শীর্ষ দুই স্থানে স্কটল্যান্ড ও জিম্বাবোয়ে। তবে জিততে না পারলে বিদায়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ (Ireland vs West Indies)। দ্বিতীয় ম্যাচে নামছে স্কটল্যান্ড ও জিম্বাবোয়ে (Scotland vs Zimbabwe)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড। প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা খেয়েছিল দু-বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের কাছে হেরেছিল তারা। ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানের বড় ব্যবধানে হারায় স্কটল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তারপরও ব্যাটিং নিয়ে চিন্তা যায়নি ওয়েস্ট ইন্ডিজের। জনসন চার্লস, রোভম্যান পাওয়েল এবং শেষ দিকে আকিল হোসেন ব্যাট হাতে অবদান রেখেছেন। ব্যাটিং বিভাগ হিসেবে পারফর্ম করতে ব্যর্থ। দুই পেসার আলজারি জোসেফ এবং জেসন অনবদ্য বোলিং করেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। দলকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয় এই জুটি। না হলে, হয়তো দ্বিতীয় ম্যাচেই বিদায়ের রাস্তা তৈরি হয়ে যেত নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের।
দিনের দ্বিতীয় ম্যাচে নামছে স্কটল্যান্ড ও জিম্বাবোয়ে। তাদের কাছেও একই অঙ্ক। পয়েন্ট সমান। নেট রান রেটের প্রসঙ্গ আসছেই না। দু-দলের মধ্যে যে জিতবে তারাই সুপার ১২-এ জায়গা করে নেবে। বিশ্বকাপের আগে সব ফরম্য়াটেই ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আসছে জিম্বাবোয়ে। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালো খেললেও দ্বিতীয় ম্যাচে ব্য়াটিং ব্যর্থতা। জিম্বাবোয়ে ব্যাটিং-বোলিংয়ের মূল স্তম্ভ অলরাউন্ডার সিকান্দার রাজা। গত ম্যাচে রাজার আউট হওয়াই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। স্কটল্যান্ডের বোলিং আক্রমণ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় দুর্বল। জিম্বাবোয়ে নিজেদের যোগ্য়তা অনুযায়ী খেলতে পারলে সুপার ১২ নিশ্চিত করতেই পারে। বৃষ্টিতে দুটি ম্যাচ ভেস্তে গেলে সেক্ষেত্রে নেট রান রেটে সুপার ১২-র দৌড়ে সামান্য এগিয়ে স্কটল্যান্ড, জিম্বাবোয়ে।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সকাল ৯.৩০
স্কটল্যান্ড বনাম জিম্বাবোয়ে, দুপুর ১.৩০