জিলং : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) গ্রুপ পর্ব থেকে দুটি করে মোট চারটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে। গ্রুপ এ থেকে কোন দুটি দল সুপার টুয়েলভে যাবে, তার ফয়সালা আজ। চার দলের কারও সুপার টুয়েলভ নিশ্চিত নয়। প্রথম দু-ম্যাচ জিতে এক পা ফেলে রেখেছে নেদারল্যান্ডস। কিন্তু তারাও পুরোপুরি নিশ্চিত নয়। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল নামিবিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচ জিতে ২ পয়েন্ট এবং নেট রানরেটও অনেকটা ভালো করেছে। তেমনই নামিবিয়ার নেট রান রেটও ভাল। গ্রুপ এ-র প্রথম ম্যাচে আজ মুখোমুখি নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা (Sri Lanka vs Netherlands)। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নামছে আরব আমিরশাহি (Namibia vs UAE)। সুপার টুয়েলভে যেতে হলে কোন অঙ্ক রয়েছে? বিশ্লেষণে TV9Bangla।
দিনের প্রথম ম্যাচে নামছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। নামিবিয়া প্রথম দু-ম্যাচ জিতে কিছুটা ভাল জায়গায়। সুপার টুয়েলভে যেতে শ্রীলঙ্কার কাছে জয় ছাড়া বিকল্প নেই। হারলে তাদের নেট রান রেট আরও কমবে। দিনের দ্বিতীয় ম্যাচের আগেই তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। দুষ্মন্ত চামিরার চোট এবং ছিটকে যাওয়া শ্রীলঙ্কার কাছে বড় ধাক্কা। দ্বিতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা নিয়েছিলেন দুষ্মন্ত। আরব আমিরশাহির বিরুদ্ধে শুরুতে ৩ উইকেট না নিলে ম্যাচের ভবিষ্যৎ অন্যরকম হতে পারত এবং শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়ে যেত। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ। নেদারল্যান্ডস জিতলে তাদের জন্য কোনও অঙ্ক থাকছে না। ৬ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে তাদের। হারলে তাদের জন্যও অঙ্ক অপেক্ষা করবে। শ্রীলঙ্কাকে শুধু জিতলেই হবে না, নেট রান রেট আরও ভালো করতে হবে।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নামিবিয়া এবং আরব আমিরশাহি। প্রথম ম্যাচের উপর নামিবিয়ার ভবিষ্যৎও অনেকটা নির্ভর করছে। শ্রীলঙ্কা হারলে নামিবিয়ার জন্য কিছুটা স্বস্তি। কেন না নামিবিয়ার নেট রান রেট অনেকটাই ভালো। ফলে আরব আমিরশাহির কাছে সামান্য ব্যবধানে হারলে নেট রান রেটে অন্তত সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বড় ব্যবধানে জিতলে এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়া জিতলে বিদায় হয়ে যাবে নেদারল্যান্ডসের। আবার নেদারল্যান্ডস জিতলে এবং আরব আমির শাহি যদি বিশাল ব্যবধানে নামিবিয়াকে হারিয়ে নেট রান রেটে ছাপিয়ে যেতে পারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা, নামিবিয়া দু-দলেরই বিদায় ঘটতে পারে। সব মিলিয়ে জটিল অঙ্কের সামনে দাঁড়িয়ে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং নামিবিয়া। আরব আমিরশাহির ক্ষেত্রে সুপার ১২ কার্যত অসম্ভব। মিরাকল ছাড়া তাদের কাছে সম্ভাবনা নেই পরের রাউন্ডে যাওয়ার।
নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা, সকাল ৯.৩০
নামিবিয়া বনাম আরব আমিরশাহি, দুপুর ১.৩০