পেইনকে টুইটারে স্লেজিং শ্রীমতি অশ্বিনের

Jan 20, 2021 | 4:48 PM

অশ্বিনকে স্লেজিং করার বদলা নিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি।

পেইনকে টুইটারে স্লেজিং শ্রীমতি অশ্বিনের
পেইনকে টুইটারে স্লেজিং শ্রীমতি অশ্বিনের।(সৌজন্যে-রবিচন্দ্রন অশ্বিন টুইটার)

Follow Us

ব্রিসবেন: সিডনিতে শুরু হওয়া গল্প শেষ হল ব্রিসবেনে। তবে তা রবিচন্দ্রন অশ্বিন নন, শেষ করলেন তাঁর স্ত্রী প্রীতি। শ্রীমতি অশ্বিনের টুইট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।

সিডনিতে হনুমা বিহারিকে নিয়ে তৃতীয় টেস্ট বাঁচিয়েছিলেন অশ্বিন। সেই সময় অস্ট্রেলিয়ান কিপার ও ক্যাপ্টেন টিম পেইন উইকেটের পিছন থেকে টানা স্লেজিং করে গিয়েছিলেন অশ্বিনকে। পেইন বলেছিলেন, ‘তোমাকে ব্রিসবেনে দেখতে চাই।’ জবাবে অশ্বিন বলেছিলেন, ‘তোমাকে ভারতে দেখতে চাই। কিন্তু সেটা সম্ভব নয়। তোমার তো এটাই শেষ সিরিজ।’

আরও পড়ুন: যুবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি সেরেছিলেন শুভমন

চোটের জন্য ব্রিসবেনে খেলতে পারেননি অশ্বিন। আর ১৯৮৮ সাল এই প্রথম গাব্বায় হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। টেস্ট সিরিজ ২-১ জেতার পর অশ্বিন টুইটারে পেইনকে ট্যাগ করে লিখেছেন, ‘গাব্বায় খেলতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত। তবে কঠিন সময়ে এই রকম একটা সিরিজ আয়োজন করার জন্য ধন্যবাদ। এই সিরিজটা আমরা চিরকাল মনে রাখব।’

 

 

ব্যাপারটা এখানেই থেমে যেতে পারত। প্রীতি তা দেননি। তাঁর স্বামীকে স্লেজিং করার বদলা নিয়েছেন প্রীতি। ভারতের টেস্ট জয়ের পরই টুইটারে পেইনের উদ্দেশে লিখেছেন, ‘গাব্বাতে আবার দেখা হবে তোমার সঙ্গে বন্ধু।’

 

 

ঘটনা হল, ঘরের মাঠে ভারতের কাছে আবার টেস্ট সিরিজ হারের জন্য টিম পেইন এখন ব্যাপক চাপে। তাঁকে সরিয়ে নতুন কাউকে ক্যাপ্টেন করার দাবিও উঠছে। পেইন টিমের ব্য়র্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। বলেছেন, ‘আমরা সিরিজটা শুরু করেছিলাম একটা দারুণ টিম হিসেবে। তার পর আর সেই সুনামটা ধরে রাখতে পারিনি। খুব সাধারণ টিম হিসেবে বাকি সিরিজটা খেলেছি।’

Next Article