IND VS ENG : লন্ডন পথে পৃথ্বী-সূর্য

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 31, 2021 | 3:49 PM

    ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'ইংল্যান্ড সরকার প্লেয়ারদের এ দেশে ঢোকার জন্য বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মেই ভারতের দুই ক্রিকেটার এখানে কার্যকরী। যাতে ভারতীয় টিম তাদের সেরা প্লেয়ারদের ইংল্যান্ড সফরের জন্য পায়।'

IND VS ENG : লন্ডন পথে পৃথ্বী-সূর্য
ইংল্যান্ড যাচ্ছেন সূর্য-পৃথ্বী

Follow Us

মুম্বই: শ্রীলঙ্কা সফরে গিয়ে করোনা সংক্রমিত হয়েছেন ভারতীয় অল রাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও স্পিনার যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে সিনিয়র পাণ্ডিয়ার সংক্রমণের খবর আসে। তারপরই আট ভারতীয় ক্রিকেটারকে পাঠানো হয় আইসোলেশনে। সেই আট ক্রিকেটারের তালিকায় ছিলেন পথ্বী-সূর্যকুমার। তারপর থেকেই প্রশ্ন ওঠে পৃথ্বী শ বা সূর্যকুমার যাদবের ইংল্যান্ড সফর নিয়ে। সে সব চাপ কাটিয়ে দুই ক্রিকেটার আজই উড়ে যাচ্ছেন ইংল্যান্ড।
করোনার সময় থেকেই শ্রীলঙ্কাকে রেড লিস্টে রাখা হয়েছে। ওই দেশে করোনার প্রভাব মারাত্মক চেহারা নেওয়ায়। কিন্তু পৃথ্বী ও সূর্যের ক্ষেত্রে ওই দেশে ঢোকার জন্য বিশেষ অনুমতি দিচ্ছে ইংল্যান্ড সরকার। খেলোয়ারদের ক্ষেত্রে ইংল্যান্ডে ঢোকার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। যে নিয়ম অনুযায়ী, যে কোনও দেশের প্লেয়ার, যে কোনও পরিস্থিতিতে সেই দেশে ঢুকতে পারবেন। তাঁদের ক্ষেত্রে করোনা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হবে না।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ইংল্যান্ড সরকার প্লেয়ারদের এ দেশে ঢোকার জন্য বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মেই ভারতের দুই ক্রিকেটার এখানে কার্যকরী। যাতে ভারতীয় টিম তাদের সেরা প্লেয়ারদের ইংল্যান্ড সফরের জন্য পায়।’

ক্রুণালের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই পৃথ্বী ও সূর্যকে নিয়ে প্রশ্ন উঠতে করেছিল। বিসিসিআই এ নিয়ে হস্তক্ষেপ করে। তার পরই সমস্যা মিটেছে।
ইসিবির ওই কর্তার কথায়, ‘ওই দুই ক্রিকেটারকে আইসোলেশনে থাকতে হবে কিনা, তা নিয়েও কথা হয়েছিল। ওঁদের দু’জনেরই কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তার পরই ওঁদের পাঠানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।’

Next Article