জয়পুর: ঘরোয়া ক্রিকেটে নয়া কীর্তি গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন মুম্বইয়ের এই ডান হাতি ব্যাটসম্যান। পন্ডিচেরির বিরুদ্ধে ২২৭ রানের ধুন্ধুমার ইনিংস উপহার দিলেন পৃথ্বী। খারাপ ফর্মের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ফের স্বমহিমায় ফিরলেন এই ওপেনার।
RECORD ALERT ??
Prithvi Shaw, after scoring 227* vs Pondicherry in the @Paytm #VijayHazareTrophy, now has the highest List A score by a captain in Men’s cricket. ?? #CAPvMUM | @MumbaiCricAssoc
Follow the match ? https://t.co/udXu4rr12o pic.twitter.com/PVjGu9XBka
— BCCI Domestic (@BCCIdomestic) February 25, 2021
আজ পন্ডিচেরির বিরুদ্ধে ১৫২ বলে ২২৭ রানে অপরাজিত থাকেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ১৪২ বলে ২০০ করেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে অষ্টম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরানের গণ্ডি টপকালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। একদিনের ক্রিকেটে সবার আগে ডাবল সেঞ্চুরি করেন সচিন তেন্ডুলকর। এ ছাড়া ৫০ ওভারের ফরম্যাটে ভারতীয়দের মধ্যে ডাবল সেঞ্চুরির রেকর্ড করেছেন বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, শিখর ধাওয়ান এবং কর্ন কৌশল।
আরও পড়ুন: বায়ো-বাবল ভেঙে কোহলিকে ছুঁতে মাঠে বিরাট ভক্ত
বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বীর স্কোরই সর্বোচ্চ। এর আগে বিজয় হাজারেতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সঞ্জু স্যামসন। ২০১৯ সালে গোয়ার বিরুদ্ধে ২১২ রান করেছিলেন সঞ্জু। এ দিন আরও একটি নজির গড়েন এই মুম্বইকর। লিস্ট-এ ক্রিকেটে কোনও দলের অধিনায়ক হিসেবে এটাই সর্বোচ্চ স্কোর। ৪৭ বছর আগের রেকর্ড ভেঙে দেন পৃথ্বী শ। ১৯৭৪ সালে ২২২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রেম পোলক। পৃথ্বীর ইনিংসে সাজানো ৫টি ছয় ও ৩১টি চার। চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলকে পাখির চোখ করেই ধারাবাহিক ভাবে পারফর্ম করে চলেছেন পৃথ্বী (Prithvi Shaw)।
পৃথ্বী ছাড়া ১৩৩ রান করেন সূর্যকুমার যাদব। ৫৮ বলে ঝোড়ো ইনিংস উপহার দেন সূর্যকুমার। সদ্য ভারতীয় দলে ডাক পেয়েছেন। বিজয় হাজারে ট্রফিতেও কথা বলছে সূর্যর ব্যাট। ৪টি ছয় ও ২২টি চার দিয়ে ইনিংসে সাজানো। পৃথ্বী-সূর্য জুটিতে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৫৭ রান তোলে মুম্বই। ভারতে লিস্ট-এ ক্রিকেটে এটাই সর্বাধিক রান। ঝাড়খণ্ডের ৪২২ রানের রেকর্ড ভেঙে দিল মুম্বই।