AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স, আইসিসি পুরস্কার জিতলেন যশস্বী

ICC Player of Month Award: ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। সিরিজে ৭১২ রান করেছেন এই তরুণ ওপেনার। এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি। তাও আবার পরপর দু-ম্যাচে। রাজকোটে ডাবল সেঞ্চুরির ইনিংসে একডজন ছয় মেরেছেন যশস্বী। টেস্টের এক ইনিংসে সবেচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে যশস্বী। দুটি ডাবল সেঞ্চুরি ছাড়াও রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। এর মধ্যে দুটো অল্পের জন্য সেঞ্চুরি হয়নি।

Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স, আইসিসি পুরস্কার জিতলেন যশস্বী
Image Credit: PTI
| Updated on: Mar 12, 2024 | 3:25 PM
Share

ইংল্যান্ডের বিরুদ্ধে বাজ়বল দেখা যায়নি। উল্টে জ্যাজবলে বেসামাল হয়ে পড়েছিল ইংল্যান্ড। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে ভারতীয় শিবিরকে মানসিক ভাবে বিরাট ধাক্কা দিয়েছিল ইংল্যান্ড। এক যুগ আগে শেষ বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। আবারও এমন কিছু হবে! সাময়িক আশঙ্কা তৈরি হলেও বিশাখাপত্তনম থেকে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। টানা চার ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। নজির গড়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। পুরস্কারও মিলল আইসিসির তরফে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল। সিরিজে ৭১২ রান করেছেন এই তরুণ ওপেনার। এর মধ্যে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরি। তাও আবার পরপর দু-ম্যাচে। রাজকোটে ডাবল সেঞ্চুরির ইনিংসে একডজন ছয় মেরেছেন যশস্বী। টেস্টের এক ইনিংসে সবেচেয়ে বেশি ছয় মারার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে যশস্বী। দুটি ডাবল সেঞ্চুরি ছাড়াও রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। এর মধ্যে দুটো অল্পের জন্য সেঞ্চুরি হয়নি।

আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ারের পুরস্কার জিতলেন যশস্বী জয়সওয়াল। ভারতের এই বাঁ হাতি ওপেনার বলছেন, ‘আইসিসির এই পুরস্কারে খুবই ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে এমন মুহূর্ত আরও অনেক আসবে। এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজ খেললাম। এই পুরস্কার এখনও অবধি আমার কাছে সেরা। দীর্ঘ সিরিজ উপভোগ করেছি। আমরা যে ভাবে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি, কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।’

লাল-বলের ক্রিকেট আপাতত শেষ। ২২ মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বার আইপিএলে যশস্বীর বিধ্বংসী ব্যাটিং দেখা যাবে। আইপিএলের গত সংস্করণে অনবদ্য পারফরম্যান্সেই বিশেষ নজর কেড়েছিলেন। এরপরই জাতীয় দলের দরজা খোলে।