কড়া শাস্তির আশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার

sreejayee das |

Jan 11, 2021 | 6:07 PM

ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কোনও দর্শকের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের অভিযোগ প্রমাণিত হলে, সেই দর্শকদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে না।

কড়া শাস্তির আশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার
সৌজন্যে- বিসিসিআই টুইটার

Follow Us

সিডনি : বর্ণ বিদ্বেষ কাণ্ডে ব্যাকফুটে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির তদন্তে দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এই অবস্থায় দাঁড়িয়ে বর্ণ বিদ্বেষ কাণ্ডে কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ। দুই ভারতীয় ক্রিকেটার সিরাজ ও বুমরাকে পরপর দুদিন ক্রমাগত সহ্য করতে হয়েছে বাছা বাছা কটুক্তি।

 

চতুর্থ দিন মাঠে উপস্থিত এক শ্রেণীর দর্শককে চিহ্নিত করেন সিরাজ। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত পুলিস ছ’জন দর্শককে মাঠ থেকে বের করে দেন। আপাতত সেই ছয় জনের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলি জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে সেই দর্শকদের কড়া শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুন : হনুমা-অশ্বিনে মুগ্ধ রাহানে

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কোনও দর্শকের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের অভিযোগ প্রমাণিত হলে, সেই দর্শকদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তারা। আপাতত অভিযুক্ত ছ’জন আছেন পুলিসের হেফাজতে। নিজেদের মুখ বাঁচাতে অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির পথেই হাঁটতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

Next Article