হনুমা-অশ্বিনে মুগ্ধ রাহানে

ব্রিসবেনে সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট। সিরিজ এখনও ১-১।

হনুমা-অশ্বিনে মুগ্ধ রাহানে
হনুমা-অশ্বিনে মুগ্ধ রাহানে।ছবি-অজিঙ্কা রাহানের টুইটার
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 5:15 PM

সিডনিঃ ফলাফল কী হবে, মাথায় না রেখেই সিডনি টেস্টের জন্য ঝাঁপিয়েছিল ভারত। পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামার আগে টিম মিটিংয়ে কী কথা হয়েছিল? ভারতের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে বলেছেন, ‘টিম মিটিংয়ে ঠিক হয়েছিল, ম্যাচের রেজাল্ট কী হবে, না ভেবে আমরা বরং নিজেদের লড়াকু মানসিকতাটাকেই তুলে ধরার চেষ্টা করব। দিনের শেষে টিম যে ভাবে পারফর্ম করেছে, তাতে আমি খুব খুশি।’

হনুমা বিহারির আগে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল ঋষভ পন্থকে। তাঁর আগ্রাসী ৯৭টাই টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। তবে, হনুমা-অশ্বিনে মুগ্ধ ভারতের ক্যাপ্টেন। যা নিয়ে রাহানের মন্তব্য, ‘ডানহাতি বাঁহাতি কম্বিনেশনটাকে কাজে লাগানোর জন্য পন্থকে আগে পাঠানো হয়েছিল। পন্থ চমত্‍কার ব্যাটিং করেছে। তবে হনুমা আর অশ্বিনকে আলাদা কৃতিত্ব দিতেই হবে। ওরা সত্যিই অসাধারণ লড়াই করেছে।’

অন্য দিকে আবার সিডনি টেস্ট ড্র করার জন্য অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন টিম পেইনকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পন্থের দুটো ও হনুমার একটা ক্যাচ মিস করেছেন তিনি। তা না করলে অন্যরকম হতেই পারত পরিস্থিতি। পেইন বলেছেন, ‘আমরা ম্যাচটা জেতার জন্য যা যা করার দরকার, তাই করেছি। বোলাররা দারুণ বোলিং করেছে। বিশেষ করে লিয়ঁ। তবে আমি কিছু সুযোগ মিস করেছি।’

আরও পড়ুন:বাবা হলেন বিরাট

ব্রিসবেনে সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট। সিরিজ এখনও ১-১। অস্ট্রেলিয়া যেমন এই ম্যাচটা জেতার জন্য ঝাঁপাবে, তেমনই রাহানের ভারতও মরিয়া চেষ্টা করবে জেতার। পেইন তো স্পষ্ট করেই বলছেন, ‘ব্রিসবেনের দিকে তাকিয়ে আছি আমরা। শেষ দুটো টেস্টে সেরাটা দিতে পারিনি। তবে একটাই পজিটিভ দিক, সিডনিতে আমরা ভালো ব্যাট করেছি।’