কলকাতা: জো রুটদের কাছে সিরিজের প্রথম টেস্টেই বিরাট কোহলিদের শোচনীয় হার পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। ২২৭ রানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। চারে নেমে গিয়েছে ভারত। যার পর প্রশ্ন উঠে গিয়েছে, ফাইনালে কি যেতে পারবে ভারত? বিরাটদের কাছে অঙ্কটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে।
Qualification scenarios for the #WTC21 finals:
India can still qualify if…
?? 2-1
?? 3-1England qualify if…
??????? 3-0
??????? 3-1
??????? 4-0Australia qualify if…
??????? 1-0
??????? 2-0
??????? 2-1
? 1-1
? 2-2— ICC (@ICC) February 9, 2021
ভারতের ক্যাপ্টেন বিরাট কিন্তু বলেছেন, ‘আমরা পয়েন্ট টেবিল নিয়ে একেবারেই ভাবছি না। মাঠের বাইরের কোনও ঘটনাতেই চোখ দিচ্ছি না। আমাদের হাতে যা রয়েছে, সেই দিকেই ফোকাস করছি। শুধু মাত্র নিজেদের খেলার উপরেই ফোকাস করছি। যাতে প্রবল ভাবে ফিরে আসা যায়।’
কোন অঙ্কে ভারত ফাইনালে যাবে? যাই হোক না কেন, বিরাটদের ২-১ বা ৩-১ জিততে হবে সিরিজটা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাবে ভারত। যার অর্থ হল, বাকি তিন ম্যাচে বিরাটদের সর্বস্ব দিতে হবে। ইংল্যান্ডের কাছে এই শোচনীয় হারের পর কিন্তু আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়েছে বিরাটদের। অস্ট্রেলিয়া সফরেও অ্যাডিলেড টেস্টে হেরেছিল ভারত। তার পর ২-১ সিরিজ জিতেছিলেন অজিঙ্ক রাহানেরা। তেমনই কিছু ঘটবে এ বার?
A huge win over India in the first Test has propelled England to the top of the ICC World Test Championship standings ?#WTC21 pic.twitter.com/8AaC8XMrjr
— ICC (@ICC) February 9, 2021
ইংল্যান্ডের জন্যও ফাইনালে যাওয়ার কাজটা সহজ নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ভারতের বিরুদ্ধে ৩-০, ৩-১ বা ৪-০ সিরিজ জিততে হবে। রুটের টিম কিন্তু দারুণ ফর্মে। ভারতের পিচের সঙ্গেও অনেকটা মানিয়েছেন ইংলিশ ক্রিকেটার। বাকি তিন ম্যাচেও তাঁরা সেরাটা দেওয়ার জন্য তৈরি।
ভারত, ইংল্যান্ড শুধু নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই প্রবল ভাবেই আছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ইংল্যান্ড জেতায় তাদের সম্ভাবনাও কিছুটা উজ্জ্বল হল। ভারত-ইংল্যান্ড সিরিজের দিকেই আপাতত তাকিয়ে আছেন স্টিভ স্মিথরা। এই সিরিজে ইংল্যান্ড যদি ১-০, ২-০ বা ২-১ জেতে, তা হলে অজিরা ফাইনালে চলে যাবেন। সিরিজের ফল যদি ১-১ কিংবা ২-২ হয়, তা হলেও অস্ট্রেলিয়ার জন্য খুলে যাবে ফাইনালের দরজা।
আরও পড়ুন:ক্যানসার চিকিৎসায় অনুদান রোনাল্ডোর
সব মিলিয়ে যত সময় যাচ্ছে, ফাইনালে অঙ্ক ততই জটিল হয়ে উঠছে। ভারত, ইংল্যান্ড, নাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কে? চিপকের দ্বিতীয় টেস্টই ঠিক করে দেবে তা। যদি ইংল্যান্ড জিতে যায়, তারাই চলে যাবে ফাইনালে। আর ড্র হলে, অপেক্ষা করতে হবে পরের টেস্টের জন্য।