TV9 বাংলা ডিজিটাল – কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অবশেষে মাঠে ফিরল পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে পারবেন বাবর আজমরা। পাক দল নিউজিল্যান্ডে পৌঁছনোর পর থেকেই তাদের নিয়ে বিতর্ক। নিউজিল্যান্ডের করোনা বিধি ভীষণ শক্ত। কোভিড নিয়ে তারা কোনও রকম আপোস করতে রাজি নয়। আর পাক দলের বিরুদ্ধে একাধিকবার কোভিড বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। একের পর এক পাক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন – কোভিডের থাবায় মাঝপথেই স্থগিত ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর
মাঝে পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, যে পাকিস্তান দলকে নিউজিল্যান্ড থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও খবর ছড়িয়ে পরে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকও ক্ষুব্ধ হয়ে ওঠে পাক দলের ওপর। কিন্তু মঙ্গলবার সেই সমস্যার সমাধন হল। মঙ্গলবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান দলের শেষ কোভিড পরীক্ষার সব রিপোর্ট নেগেটিভ।
আরও পড়ুন – নিলামে ডনের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন
তাই ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে এবার কুইন্সটাউনের পথে। সেখানেই আবার ব্যাট-বল হাতে তুলে নেবে মিসবার দল। সোমবারই করোনা আতঙ্কে জন্য স্থগিত হয়ে গেছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর। পাকিস্তানের নিউজিল্যান্ড সফর নিয়েও ছিল প্রশ্ন চিহ্ন। কিন্তু নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর সেই সমস্যা মিটল। ডিসেম্বরের ১৮ তারিখ থেকে শুরু দুই দলের টি-২০ সিরিজ। তিনটি টি-২০ ম্যাচের পর দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।