TV9 বাংলা ডিজিটাল – অশঙ্কাই সত্যি হল। সব দিক বিবেচনার পর, দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ইংল্যান্ডের(England) সফর মাঝপথেই স্থগিত (postponed) করে দেওয়া হল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মিলিত সিদ্ধান্ত। এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে। ইংল্যান্ডের যে দুই ক্রিকেটারের করোনা সংক্রমণের আশঙ্কা করা হয়েছে, তাদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তাই ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা চিন্তা করে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
The ECB and CSA have agreed to postpone the remaining matches in the current men’s ODI Series.
— England Cricket (@englandcricket) December 7, 2020
আনলক পর্বের শুরু থেকে সব দেশেই শুরু হয়েছে খেলা। ফুটবল ক্রিকেটার বড় আসরও বসতে শুরু করেছে। কিন্তু ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই তাল কাটছে। টি-২০ সিরিজ শুরুর আগেই একাধিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারের কোভিড (covid) রিপোর্ট পজিটিভ আসে।
একদিনের সিরিজ শুরুর আগেও একই চিত্র। দুই দল যে হোটেলে ছিল, সেই হোটেলের দুই কর্মী করোনা আক্রান্ত হন। এরপর ইংল্যান্ডের দুই ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ।
আরও পড়ুন – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত জাদেজা
এই অবস্থার পর প্রশ্ন উঠছে ক্রিকেট সাউথ আফ্রিকার তৈরি বায়ো বাবল নিয়ে। ক্রিকেট মহেলর একটা অংশের মতে এই ঘটনায় স্পষ্ট, কোভিড বিধি ভঙ্গ হয়েছে। অভিযোগ ওঠায় চাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজ স্থগিত হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি আগামী কয়েক মাসে, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও উঠছে প্রশ্ন। ইংল্যান্ডের অবস্থা দেখে বাকি দলগুলি প্রোটিয়া বোর্ডের ওপর ভরসা দেখাবে কিনা সেটা নিয়ে সংশয় আছে।