অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত জাদেজা

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 07, 2020 | 5:49 PM

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) টেস্ট কেরিয়ারে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট কি তাঁর ৫০তম ম্যাচ হবে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত জাদেজা
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা প্রথম টি-২০-তে মাথায় চোট পান। (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল :  ভারত- অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ  শুরুর আগে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় দল। পিঙ্ক বল টেস্টে অনিশ্চিত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শুক্রবার ক্যানবেরায়  প্রথম টি-২০ ম্যাচ চলাকালীন মাথায় চোট (Concussion) পান জাদেজা। তার পাশাপাশি হ্যামস্ট্রিংয়েও (Hamstring) চোট পান তিনি। সেই চোট নিয়েই ব্যাটিং চালিয়ে যান জাদেজা। কিন্তু বোলিং করার সময়  কনকাসন সাব নিতে বাধ্য হয় ভারত। যার ফলে ইতিমধ্যেই টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন জাদেজা। এবার সেই চোটের জন্য প্রথম টেস্টেও অনিশ্চিত তিনি।

 

আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচে সাফল্য, প্রথম দলের দাবি পেশ উমেশের

 অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম দিন রাতের টেস্ট। স্যার জাদেজাকে ভারত প্রথম টেস্টে না পেলেও, দ্বিতীয় টেস্ট থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্ট। তার মধ্যেই চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন স্যার জাদেজা। ভারতীয় দলের বোলিং লাইন আপের অন্যতম ভরসা হলেন তিনি। তাঁকে ছাড়া ভারতীয় দলের বোলিং বিভাগ চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা ক্রিকেটমহলের।

 

আরও পড়ুন : টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

 

আইসিসি গত বছর ক্রিকেটারদের চোটের কথা ভেবে কনকাসন সাবস্টিটিউটের নিয়ম চালু করেছিল। ভারত এই প্রথমবার কনকাসন সাব নেওয়ার আবেদন করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রবীন্দ্র জাদেজার বদলে যুজবেন্দ্র চহালকে কনকাসন সাব হিসেবে নিয়েছিল ভারত। আইসিসির কনকাসন নিয়ম অনুসারে, মাথায় কোনও আঘাত পেলে একজন ক্রিকেটারের ৭ থেকে ১০ দিনের জন্য বিশ্রাম নেওয়া দরকার। সেই নিয়ম মেনে বিশ্রাম নিলে, ১১ তারিখ থেকে শুরু হতে চলা অনুশীলন ম্যাচে অংশ নিতে পারেন না জাদেজা। পিঙ্ক বলের অনুশীলন ম্যাচে না খেলে সরাসরি টেস্ট ম্যাচে তাঁকে নামানোর ঝুঁকি বিরাট নেবেন কিনা সেটা সন্দেহ। তাই সেই দিক থেকেও প্রথম টেস্টে অনুশ্চিত জাদেজা।

 

 

 

Next Article