প্রস্তুতি ম্যাচে সাফল্য, প্রথম দলের দাবি পেশ উমেশের

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ভারতীয় পেসারের ঝুলিতে ৫ উইকেট। উমেশ যাদব নিলেন ৩টি উইকেট, ২টি উইকেট মহম্মদ সিরাজের।

প্রস্তুতি ম্যাচে সাফল্য, প্রথম দলের দাবি পেশ উমেশের
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে নতুন বল হাতে দুরন্ত উমেশ। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 4:53 PM

TV9 বাংলা ডিজিটাল – প্রথম দিন যদি হয় অজিঙ্কা রাহানের ব্যাটিং, তাহলে দ্বিতীয় দিনটা উমেশ যাদবের (Umesh Yadav) বোলিংয়ের। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নিয়ে প্রথম দলে ঢোকার দাবি জানিয়ে রাখলেন উমেশ যাদব। দুটি উইকেট নিলেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা, মহম্মদ সিরাজ। দুই উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।

প্রস্তুতি ম্যাচর দ্বিতীয় দিন নয় উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারতীয় এ (India A) দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Rahane)। অপরাজিত ১১৭ রানের ইনিংস খেললেন তিনি। ভারতীয় বোলিং পর্বে, নতুন বল হাতে আগুন ঝড়ালেন উমেশ। প্রথম স্পেলেই দুই ওপেনারকে প্যাভেলিয়ানের রাস্তা দেখিয়ে দিলেন তিনি। এর পরের ধাক্কাটা মহম্মদ সিরাজের(Md. Siraj)।

বল পুরোন হতেই ছন্দ হারাল ভারতীয় বোলিং। স্পিনার অশ্বিন ২টি উইকেট নিলেন। শতরান করলেন অজি অলরাউন্ডার ক্যামারন গ্রিন। তাঁকে সঙ্গ দিলেন অধিনায়ক পেইন। ৪৪ রানে তাঁকেও ফেরালেন উমেশ। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এ দল, আট উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে। তৃতীয় ও শেষ দিন ভারতের সামনে আরও কিছুটা ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ থাকছে।

আরও পড়ুন – নতুন ধোনি হতে চান হার্দিক !

১৭ তারিখ থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। গোলাপি বলের সেই লড়াইতে মাঠে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে আরও একটা ভাল পারফরম্যান্স প্রথম দলে উমেশের জায়গা পাকা করতে পারে।

ভারতীয় দলের পেস লাইন আপে বুমরা, সামি ছাড়াও থাকেন ইশান্ত। কিন্তু তিনি এবার চোটের জন্য নেই। তৃতীয় পেসারের জায়গায় তাই উমেশের সঙ্গে লড়াই সিরাজের। তবে অনুশীলন ম্যাচে এই তিন উইকেট কিছুটা হলেও এগিয়ে দিল অভিজ্ঞ উমেশ যাদবকে।