চিপকে ভাজ্জিকে টপকে নয়া নজির অশ্বিনের

sushovan mukherjee |

Feb 14, 2021 | 4:34 PM

টেস্ট কেরিয়ারে ২৯বার এক ইনিংসে ৫ উইকেট নিলেন ভারতীয় অফ স্পিনার

চিপকে ভাজ্জিকে টপকে নয়া নজির অশ্বিনের
ছবি-বিসিসিআই টুইটার

Follow Us

চেন্নাই: হরভজন সিংকে টপকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। সামনে শুধু অনিল কুম্বলে। টেস্টে দেশের মাঠে উইকেট নেওয়ার নিরিখে এ দিন হরভজনকে টপকে গেলেন অশ্বিন। দেশের মাঠে ২৬৫ উইকেট রয়েছে হরভজন সিংয়ের ঝুলিতে। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৩৫০ উইকেট। হরভজনকে টপকে এ দিন দু নম্বরে চলে এলেন অশ্বিন।

চিপকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বেন স্টোকসকে আউট করতেই হরভজনকে টপকে যান রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে মোট উইকেট সংগ্রহের নিরিখেও ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন অনিল কুম্বলে। দেশের হয়ে ৬১৯ উইকেট নিয়েছেন কুম্বলে। তাঁর পরেই রয়েছেন কপিল দেব। ৪৩৪ উইকেট সংগ্রহ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছেন হরভজন সিং। ৪০০ উইকেটের মাইলস্টোন থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:‘ধোনির’ চেন্নাইয়ে ‘WhistlePodu’ বিরাটের

চিপকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫উইকেট নিয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকেও টপকে গেলেন অশ্বিন। ঘরের মাঠে ২৩ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ৪৫ টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট সংগ্রহ করলেন এই ডান হাতি অফ স্পিনার। ৮৯ টেস্টে ২২ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে ৫ বা তার অধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে (২৫ বার)। বিশ্ব ক্রিকেটের আঙিনায় দেশের মাঠে সবচেয়ে বেশি ৫ বা তার অধিক উইকেট নেওয়ার রয়েছে শ্রীলঙ্কার মুরলীধরনের (৪৫ বার)। মুরলীর পর রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (২৬ বার)।

Next Article