‘ধোনির’ চেন্নাইয়ে ‘WhistlePodu’ বিরাটের
রবিবার সকাাল থেকে ল্যাজেগোবরে হচ্ছে ইংল্যান্ডের টপঅর্ডার। মাত্র ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে ততক্ষণে ইংল্যান্ডের প্রথম ইনিংস আইইসিইউ-তে ঢুকে গিয়েছে। অশ্বিন-অক্ষররা তখন আগুন ছোটাচ্ছেন। চিপকের দর্শকদের উদ্দেশে গ্যালারি শো শুরু করলেন ক্যাপ্টেন কোহলি। তাও আবার অগ্রজ ধোনির আইপিএল দলের থিম সংয়ের ঢঙে।
চেন্নাই:শনিবার ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারায় চাপ বাড়ছিল সমালোচকদের দিক থেকে। মাত্র ২৪ ঘন্টাতেই বদলে গেল অধিনায়ক কোহলির(Virat Kohli) উপর বিরাট চাপের ছবিটা। সৌজন্যে অশ্বিন(Ravichandran Ashwin)-অক্ষরের(Axar Patel) স্পিন জুটির বিধ্বংসী পারফরম্যান্স। আর চাপ যে অনেকটাই কেটে গিয়েছে বিরাটের উপর থেকে, রবিবাসরীয় অশ্বিন দেখল সেই ছবি।
রবিবার সকাাল থেকে ল্যাজেগোবরে হচ্ছে ইংল্যান্ডের টপঅর্ডার। মাত্র ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে ততক্ষণে ইংল্যান্ডের প্রথম ইনিংস আইইসিইউ-তে ঢুকে গিয়েছে। অশ্বিন-অক্ষররা তখন আগুন ছোটাচ্ছেন। চিপকের দর্শকদের উদ্দেশে গ্যালারি শো শুরু করলেন ক্যাপ্টেন কোহলি। তাও আবার অগ্রজ ধোনির আইপিএল দলের থিম সংয়ের ঢঙে।
When in Chennai, you #WhistlePodu! ??#TeamIndia skipper @imVkohli egging the Chepauk crowd on & they do not disappoint. ?? @Paytm #INDvENG
Follow the match ? https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/JR6BfvRqtZ
— BCCI (@BCCI) February 14, 2021
ধোনির(Mahendra Singh Dhoni) আইপিএল দল চেন্নাই সুপকিংস দলের থিম সং ‘হুইসিলপোডু’। ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে কোনঠাসা, তখন মুখে আঙুল দিয়ে শিস দিলেন ক্যাপ্টেন কোহলি। শুধু তাই নয়, গ্যালারিকেও উৎসাহ দিলেন, তাঁর সঙ্গে তালে শিস দিতে।
গ্যালারিও তাল মেলাল বিরাটের সঙ্গে। ভারত অধিনায়কের মেজাজ দেখে চিপকে(Chepauk Stadium) বলাবলি শুরু। তবে কি শনিবার শূন্য রানে আউট হওয়ার জ্বালা কমেছে তাঁর দলের বোলারদের দাপটে?