দেশের মাটিতে ৫ ইনিংসের মধ্যে ৪টেতেই হাফসেঞ্চুরি পন্থের

টেস্ট অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত ৩১টি ছয় মেরেছেন ঋষভ পন্থ

দেশের মাটিতে ৫ ইনিংসের মধ্যে ৪টেতেই হাফসেঞ্চুরি পন্থের
পন্থের নয়া রেকর্ড
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2021 | 1:58 PM

চেন্নাই: দুরন্ত ফর্মে ঋষভ পন্থ (Rishabh Pant)।  চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি করে নয়া নজির গড়লেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ঘরের মাঠে  ৫টি ইনিংসের মধ্যেই ৪টিতে হাফসেঞ্চুরি করলেন পন্থ।

এ দিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৮ রানে অপরাজিত থাকেন পন্থ। দেশের মাঠে পন্থের শেষ ৫টি ইনিংস –

৯২ বনাম ওঃ ইন্ডিজ ৯২ বনাম ওঃ ইন্ডিজ ৯১ বনাম ইংল্যান্ড ১১ বনাম ইংল্যান্ড ৫৮* বনাম ইংল্যান্ড

আরও পড়ুন: চিপকে অভিনব রেকর্ড ইংল্যান্ডের

শুধু এখানেই থেমে নেই। আরও একটি মাইলস্টোনের পথে ঋষভ পন্থ। টেস্টেও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন। আর তার ফলেই ফের একটি নজির গড়ার পথে পন্থ। টেস্ট অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত ৩১টি ছয় মেরেছেন ঋষভ পন্থ। দিল্লির ব্যাটসম্যানের থেকে বেশি ছয় মেরেছেন শুধু বেন স্টোকস। এখনও পর্যন্ত মাত্র ১৮টি টেস্ট খেলে ৩১টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন পন্থ। পন্থের অভিষেকের পর বেন স্টোকস ২৬ টেস্টে  ৩৭টি ছক্কা মেরেছেন।

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 2 LIVE Score: চিপকে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড