Birbhum: ‘ওষুধটা খেতেই নাক দিয়ে গলগল করে রক্ত…’, ছুটির ঠিক আগের মুহূর্তে রোগীর মৃত্যু! রণক্ষেত্র সিউড়ি হাসপাতাল
Birbhum: মামনির পরিবারের অভিযোগ, এদিন সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানো। তারপরই রোগীর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, ভুল চিকিৎসার কারণেই এমনটা হয়েছে। অকালে চলে যেতে হল তাঁদের মেয়েকে।
সিউড়ি: স্যালাইন কাণ্ডে চাপানউতোরের মধ্যে এবার ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর আত্মীয়দের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয়। মৃতের নাম মামনি দলুই। বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, শুক্রবার বন্ধ্যাত্বকরণের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মামনি। শনিবারই তাঁর বন্ধ্যাত্বকরণও করা হয়। এই পর্যন্ত সব ঠিকই ছিল। সমস্যা তৈরি হয় রবিবার সকালে।
মামনির পরিবারের অভিযোগ, এদিন সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানো। তারপরই রোগীর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, ভুল চিকিৎসার কারণেই এমনটা হয়েছে। অকালে চলে যেতে হল তাঁদের মেয়েকে। খবর চাউর হতেই হাসপাতালে চলে আসেন মৃতার পরিবারের অন্যান্য সদস্যরা। হাসপাতাল কর্মী, চিকিৎসকদের সঙ্গে তাঁদের দীর্ঘ সময় বচসাও হয়। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ। ততক্ষণে গোটা হাসপাতাল দাপিয়ে বেড়াচ্ছেন মৃতার পরিবারের লোকজন।
পরিবারের সদস্যরা বলছেন, মেয়েটার ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, ঠিক তার আগেই তাঁকে একটি ওষুধ খাওয়ান এক চিকিৎসক। কিছু সময়ের মধ্যেই নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে মামনির। আর তারপরেই মৃত্যু। আর চেষ্টা করেও বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।