India vs England 2nd Test, Day 4 LIVE Score: চিপকের বদলা চিপকেই

| Updated on: Feb 16, 2021 | 1:10 PM

চিপকে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2nd Test, Day 4 LIVE Score: চিপকের বদলা চিপকেই
সিরিজে সমতা ফেরাল ভারত

চিপকেই সিরিজের সমতা ফেরাল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে জিতল ভারত। দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অল আউট রুটরা। অভিষেক টেস্টেই ৫ উইকেট অক্ষর প্যাটেলের। চিপকে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দু নম্বরে উঠে এল ভারতীয় দল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Feb 2021 12:35 PM (IST)

    শেষ উইকেট হারাল ইংল্যান্ড

    ১৬৪ রানে অল আউট ইংল্যান্ড।

  • 16 Feb 2021 12:20 PM (IST)

    অলি স্টোনকে ফেরালেন অক্ষর

    কোনও রান না করেই ফিরলেন অলি স্টোন।

  • 16 Feb 2021 12:12 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ইংল্যান্ড

    জো রুটকে ফেরালেন অক্ষর। ৩৩ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 16 Feb 2021 11:33 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১১৬।

  • 16 Feb 2021 11:29 AM (IST)

    কুলদীপ ফেরালেন বেন ফোকসকে

    ৭ নম্বর উইকেট হারাল ইংল্যান্ড।

  • 16 Feb 2021 11:13 AM (IST)

    ফের উইকেট হারাল ইংল্যান্ড

    অলি পোপকে ফেরালেন অক্ষর প্যাটেল।

  • 16 Feb 2021 10:54 AM (IST)

    বেন স্টোকসকে ফেরালেন অশ্বিন

    অশ্বিনের বলে আউট বেন স্টোকস। ৮ রান করে ফিরলেন তিনি।

  • 16 Feb 2021 09:55 AM (IST)

    অশ্বিনের বলে আউট লরেন্স

    চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। ২৬ রান করে ফিরলেন তিনি।

  • 16 Feb 2021 09:32 AM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৪২৯ রান।

  • 15 Feb 2021 05:02 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৩।

  • 15 Feb 2021 04:50 PM (IST)

    ফের উইকেট পতন ইংল্যান্ডের

    অক্ষর প্যাটেলের বলে আউট জ্যাক লিচ। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 15 Feb 2021 04:46 PM (IST)

    ওপেনার ররিকে ফেরালেন অশ্বিন

    ররি বার্নস ২৫ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন।

  • 15 Feb 2021 04:21 PM (IST)

    ওপেনার সিবলিকে ফেরালেন অক্ষর

    ইংল্যান্ডের প্রথম উইকেট পতন। অক্ষরের বলে আউট সিবলি।

  • 15 Feb 2021 03:49 PM (IST)

    ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

    জো রুটদের জয়ের জন্য প্রয়োজন ৪৮২ রান।

  • 15 Feb 2021 03:40 PM (IST)

    ২৮৬ রানে অল আউট ভারত

    ভারতের দ্বিতীয় ইনিংস শেষ। ৪৮১ রানে এগিয়ে ভারত।

  • 15 Feb 2021 03:18 PM (IST)

    চিপকে অশ্বিনের শতরান

    ব্যাট হাতে বাজিমাত অশ্বিনের। রবিচন্দ্রন অশ্বিন চিপকে নিজের টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান পূর্ণ করলেন।

  • 15 Feb 2021 02:53 PM (IST)

    লিচের বলে আউট ইশান্ত

    জ্যাক লিচের বলে আউট হলেন ইশান্ত শর্মা। ৭ রান করে ফিরলেন তিনি।

  • 15 Feb 2021 02:15 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ৮ উইকেটে ২২১।

  • 15 Feb 2021 01:47 PM (IST)

    কুলদীপ আউট

    মইন আলির বলে আউট হলেন কুলদীপ যাদব।

  • 15 Feb 2021 01:35 PM (IST)

    অধিনায়ককে ফেরালেন মইন আলি

    মইন আলির বলে আউট হলেন বিরাট কোহলি। ৬২ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন ভিকে।

  • 15 Feb 2021 01:24 PM (IST)

    ২০০ রানের গন্ডি পার ভারতের

    ক্রিজে কোহলি-অশ্বিন। ৬৩.৫ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২০০।

  • 15 Feb 2021 12:57 PM (IST)

    চিপকে অশ্বিনের অর্ধশতরান

    রবিচন্দ্রন অশ্বিন চিপকে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পূর্ণ করলেন। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ১২ তম অর্ধশতরান।

  • 15 Feb 2021 12:36 PM (IST)

    চিপকে বিরাটের অর্ধশতরান

    ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই ব্যর্থতা পুষিয়ে দেওয়ার পথে ভিকে। ৫৪.১ ওভারে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি।

  • 15 Feb 2021 11:35 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    ৩৫১ রানে এগিয়ে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে কোহলি-অশ্বিনের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 15 Feb 2021 11:32 AM (IST)

    ১৫০ রানের গন্ডি পেরোল ভারত

    ভারতের স্কোর ৬ উইকেটে ১৫১।

  • 15 Feb 2021 10:44 AM (IST)

    অক্ষরকে ফেরালেন মইন

    ফের উইকেট পতন ভারতের। মইন আলির বলে আউট অক্ষর প্যাটেল। ৭ রানে ফিরলেন তিনি।

  • 15 Feb 2021 10:38 AM (IST)

    ১০০ রানের গন্ডি পেরোল ভারত

    ৩৫ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১০২।

  • 15 Feb 2021 10:20 AM (IST)

    রাহানের উইকেট হারাল ভারত

    মইন আলির বলে আউট ভারত সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১০ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 15 Feb 2021 10:00 AM (IST)

    লিচের বলে আউট পন্থ

    ফের উইকেট হারাল ভারত। ৮ রান করে ফিরে গেলেন ঋষভ পন্থ।

  • 15 Feb 2021 09:43 AM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    জ্যাক লিচের বলে আউট রোহিত শর্মা। ২৬ রান করে ফিরলেন তিনি। তাঁর ব্যাট থেকে প্রথম ইনিংসের মতো বড় রান দেখা গেল না।

  • 15 Feb 2021 09:37 AM (IST)

    পূজারা রান আউট

    দিনের শুরুতেই ভারত পূজারার উইকেট হারাল। মাঠে নামলেন ভারত অধিনায়ক।

     

  • 15 Feb 2021 09:32 AM (IST)

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু

    চিপকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু।

  • 14 Feb 2021 04:32 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    ভারতের স্কোর ১ উইকেটে ৫৪।

  • 14 Feb 2021 04:00 PM (IST)

    লিচের বলে আউট গিল

    জ্যাক লিচের বলে আউট শুভমন গিল। ১৪ রান করে ফিরলেন তিনি।

  • 14 Feb 2021 03:53 PM (IST)

    ক্রিজে রোহিত-শুভমন

    ১০ ওভারে ভারতের স্কোর ৩৭/০।

  • 14 Feb 2021 03:17 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ১৯৮ রানে এগিয়ে ভারত। ভারতের দ্বিতীয় ইনিংস শুরু।

  • 14 Feb 2021 03:04 PM (IST)

    অশ্বিনের বলে আউট ব্রড

    অশ্বিনের বলে আউট ব্রড। ১৩৪ রানে অল আউট ইংল্যান্ড।

  • 14 Feb 2021 02:57 PM (IST)

    ইশান্তের বলে আউট লিচ

    ইশান্ত শর্মার বলে আউট জ্যাক লিচ। এক হাতে দারুণ ক্যাচ ঋষভের।

  • 14 Feb 2021 02:08 PM (IST)

    ফের উইকেট পতন ইংল্যান্ডের

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট অলি স্টোন।

  • 14 Feb 2021 02:03 PM (IST)

    অক্ষরের বলে আউট মইন

    অক্ষর প্যাটেলের বলে আউট মইন আলি। ৬ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 14 Feb 2021 01:53 PM (IST)

    ১০০ রানের গন্ডি পেরোলে ইংল্যান্ড

    ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১০২।

  • 14 Feb 2021 01:19 PM (IST)

    সিরাজের বলে আউট পোপ

    দেশের মাটিতে প্রথম বলেই মহম্মদ সিরাজের ফেরালেন অলি পোপকে। ২২ রান করে ফিরলেন তিনি।

  • 14 Feb 2021 12:26 PM (IST)

    অশ্বিনের বলে আউট স্টোকস

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট বেন স্টোকস। ১৮ রান করে ফিরলেন তিনি।

  • 14 Feb 2021 11:33 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৩৯।

     

  • 14 Feb 2021 11:32 AM (IST)

    ফের উইকেট হারাল ইংল্যান্ড

    অশ্বিনের বলে আউট লরেন্স।

  • 14 Feb 2021 11:06 AM (IST)

    অক্ষরের বলে আউট ইংল্যান্ড অধিনায়ক

    জো রুটের উইকেট হারাল ইংল্যান্ড।

  • 14 Feb 2021 10:54 AM (IST)

    অশ্বিনের বলে আউট সিবলি

    ইংল্যান্ডের ওপেনার সিবলিকে ফেরালেন অশ্বিন। ১৬ রান করে ফিরলেন তিনি।

  • 14 Feb 2021 10:25 AM (IST)

    ওপেনার ররিকে ফেরালেন ইশান্ত

    ররি বার্নসকে আউট করলেন ইশান্ত শর্মা। কোনও রান না করেই ফিরলেন ইংল্যান্ড ওপেনার।

  • 14 Feb 2021 10:09 AM (IST)

    ৩২৯ রানে অল আউট ভারত

    শেষ উইকেট তুলে নিলেন অলি স্টোন। ৩২৯ রানে অল আউট ভারত।

  • 14 Feb 2021 10:06 AM (IST)

    স্টোনের বলে আউট কুলদীপ

    অলি স্টোনের বলে আউট কুলদীপ যাদব।

  • 14 Feb 2021 09:50 AM (IST)

    চিপকে পন্থের অর্ধশতরান

    ৯১.৪ ওভারে ঋষভ পন্থ অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 14 Feb 2021 09:41 AM (IST)

    মইনের শিকার এ বার ইশান্ত

    মইন আলির বলে আউট হলেন ইশান্ত শর্মা। কোনও রান না করেই ফিরে গেলেন তিনি।

  • 14 Feb 2021 09:38 AM (IST)

    মইনের বলে আউট অক্ষর

    দ্বিতীয় দিনের শুরুতেই অক্ষরের উইকেট হারাল ভারত। মইন আলির বলে আউট অক্ষর প্যাটেল।

  • 14 Feb 2021 09:34 AM (IST)

    দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু

    চিপকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু।

  • 13 Feb 2021 05:05 PM (IST)

    দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ

    দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩০০।

  • 13 Feb 2021 04:40 PM (IST)

    রুটের বলে আউট অশ্বিন

    ইংল্যান্ড অধিনায়ক জো রুট আউট করলেন রবিচন্দ্রন অশ্বিনকে। ১৩ রান করে ফিরলেন তিনি।

  • 13 Feb 2021 04:09 PM (IST)

    রাহানেকে ফেরালেন মইন

    মইন আলির বলে আউট অজিঙ্কা রাহানে। ৬৭ রান করে ফিরলেন তিনি। ভারত অধিনায়ককে শূন্য রানে আউট করেছিলেন মইন। এ বার তিনি ভারতের সহ-অধিনায়কের উইকেটও তুলে নিলেন।

  • 13 Feb 2021 03:56 PM (IST)

    রোহিতের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত

    জ্যাক লিচের বলে আউট রোহিত শর্মা। ১৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্যাভিলিয়ানে ফিরলেন হিটম্যান।

  • 13 Feb 2021 03:46 PM (IST)

    ১৫০ রানের পার্টনারশিপ রোহিত-অজিঙ্কার

    ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-অজিঙ্কা জুটি। ১৫০ রানের দুর্দান্ত পার্টনারশিপ রোহিত-অজিঙ্কার।

  • 13 Feb 2021 03:32 PM (IST)

    হিটম্যানের ১৫০ রান

    ইংলিশ বোলারদের কাবু করে, রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং। ৬৭.৪ ওভারে ১৫০ রান পূরণ করলেন রোহিত।

  • 13 Feb 2021 02:57 PM (IST)

    চিপকে রাহানের অর্ধশতরান

    ৬০ ওভারে ভারতের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 13 Feb 2021 02:48 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোলো ভারত

    ৫৮ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২০০।

  • 13 Feb 2021 02:14 PM (IST)

    চা বিরতিতে ভারতের স্কোর ১৮৯/৩

    ক্রিজে রোহিত-অজিঙ্ক। চা বিরতিতে ভারতের স্কোর ১৮৯/৩।

  • 13 Feb 2021 02:01 PM (IST)

    শতরানের পার্টনারশিপ রোহিত-অজিঙ্কার

    ভারতের স্কোর ৩ উইকেটে ১৮৭। শতরানের পার্টনারশিপ রোহিত-অজিঙ্কার।

  • 13 Feb 2021 01:55 PM (IST)

    ৫০ ওভারে ভারতের স্কোর ১৮০/৩

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রোহিত শর্মা। ৫০ ওভারে ভারতের স্কোর ১৮০/৩।

  • 13 Feb 2021 01:19 PM (IST)

    চিপকে রোহিতের শতরান

    চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মা শতরান পূর্ণ করলেন।

  • 13 Feb 2021 01:00 PM (IST)

    ক্রিজে রোহিত-অজিঙ্কা

    ৫০ রানের পার্টনারশিপ রোহিত-অজিঙ্কার।

  • 13 Feb 2021 11:34 AM (IST)

    মধ্যাহ্নভোজনের বিরতি

    মধ্যাহ্নভোজনের বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৬।

  • 13 Feb 2021 11:27 AM (IST)

    ভারত ১০০ রানের গন্ডি পেরোলো

    ২৪.৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০০।

  • 13 Feb 2021 11:14 AM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ভারত

    মইন আলির বলে আউট বিরাট কোহলি। কোনও রান না করেই ফিরে গেলেন তিনি।

  • 13 Feb 2021 11:08 AM (IST)

    লিচের বলে আউট পূজারা

    জ্যাক লিচের বলে আউট চেতেশ্বর পূজারা। ২১ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 13 Feb 2021 10:45 AM (IST)

    চিপকে রোহিতের অর্ধশতরান

    ১৪.৪ ওভারে রোহিত শর্মা অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 13 Feb 2021 10:34 AM (IST)

    ক্রিজে রোহিত-চেতেশ্বর

    পানীয় বিরতি। ১২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৮।

  • 13 Feb 2021 09:39 AM (IST)

    প্রথম উইকেট হারাল ভারত

    স্টোনের বলে আউট শুভমন গিল। কোনও রান না করেই ফিরে গেলেন তিনি।

     

  • 13 Feb 2021 09:09 AM (IST)

    ভারতের টসে জয়

    টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

     

     

     

Published On - Feb 16,2021 12:38 PM

Follow Us: