Ravichandran Ashwin: ‘আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা…’ পোস্ট অশ্বিনের স্ত্রীর

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 19, 2024 | 3:15 PM

অশ্বিনের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অনেক ওঠা-পড়া এসেছে। সাফল্য-ব্যর্থতা প্রত্যেক মানুষেরই জীবনে থাকে। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন। কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯ উইকেট। ভারতের কিংবদন্তি লেগস্পিনার কিন্তু বলে দিয়েছেন, তাঁর রেকর্ড একদিন ভেঙে দেবেন অশ্বিন।

Ravichandran Ashwin: আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা... পোস্ট অশ্বিনের স্ত্রীর
'আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা...' পোস্ট অশ্বিনের স্ত্রীর
Image Credit source: X

Follow Us

কলকাতা: টেনশনের ৪৮ ঘণ্টা। রাজকোট টেস্ট চলাকালীনই জরুরিকালীন ভিত্তিতে শিবির ছাড়তে হয় রবিচন্দ্রন অশ্বিনকে। ৫০০ টেস্ট উইকেট নেওয়ার দিনই টিম ছেড়ে বাড়ি ফিরে যান ভারতীয় অফস্পিনার। অশ্বিনের মা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় চেন্নাই ফিরতে হয় তাঁকে। অশ্বিনের (Ravichandran Ashwin) অনুপস্থিতিতে তৃতীয় দিন ১০ জনেই খেলে টিম ইন্ডিয়া। পরদিন ফিরে এসে আবার টিমের সঙ্গে যোগ দেন অশ্বিন। চেন্নাই থেকে রাজকোট ফেরার বিশেষ বিমানের ব্যবস্থাও করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের শেষ উইকেটটাও নেন তিনি। রবিবারই রাজকোট টেস্ট জিতেছে ভারতীয় দল। এরপরই ইনস্টাগ্রামে পোস্ট করেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন। স্বামীর ছবি দিয়ে ভূয়ষী প্রশংসা প্রীতির।

ইনস্টাগ্রামে অশ্বিনের স্ত্রী লেখেন, ‘৫০০ তম উইকেট হায়দরাবাদে হয়নি। ভাইজাগেও হয়নি। তাই ৪৯৯তম উইকেট পাওয়ার পরই আমি বাড়িতে মিষ্টি বিলিয়ে দিয়েছিলাম। ৫০০তম উইকেট যত তাড়াতাড়ি এল, তত তাড়াতাড়ি চলেও গেল। ৫০০ আর ৫০১ তম উইকেটের মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে। আমাদের জীবনের দীর্তমঘ ৪৮ ঘণ্টা। এই ৫০০ হোক বা ৪৯৯, দারুণ অ্যাচিভমেন্ট ছিল। কি দারুণ মানুষ। আমি সত্যিই গর্বিত। আমরা সবাই তোমায় ভালোবাসি অশ্বিন।’

অশ্বিনের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অনেক ওঠা-পড়া এসেছে। সাফল্য-ব্যর্থতা প্রত্যেক মানুষেরই জীবনে থাকে। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন। কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯ উইকেট। ভারতের কিংবদন্তি লেগস্পিনার কিন্তু বলে দিয়েছেন, তাঁর রেকর্ড একদিন ভেঙে দেবেন অশ্বিন। ভারতীয় অফস্পিনারও চান আরও কয়েকটা বছর চুটিয়ে ক্রিকেট খেলতে।

Next Article