লিডসঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এগিয়ে থাকলেও ভারতীয় দলের ব্যাটসম্যানদের একাংশ সমালোচনার মুখে। যার মধ্যে রয়েছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলিও। তবে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন দুই ব্যাটসম্যান- আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। এবার সেই সমালোচকদের স্ট্রেট ব্যাটে জবাব দিলেন রাহানে।
সাংবাদিক সম্মেলনে এসে রাহানে জানান, “অনেকেই আমাকে নিয়ে কথা বলছে। যেটা দেখে আমি বেশ খুশি।আমার মনে হয়, গুরুত্বপূর্ণ মানুষদের নিয়েই আলোচনা হয়।তাই আমি এসব সমালোচনা নিয়ে এত ভাবিত নই। বরং দলের হয়ে আমরা কি করতে পারলাম, সেটাই সবচেয়ে বেশি জরুরি।”
সমালোচনা কতটা প্রভাব ফেলেছে আপনার ক্রিকেটে? ফের স্ট্রেট ব্যাটে রাহানে। জানালেন , “সবকিছুই আমাকে মোটিভেট করে। যেমনটা দেশের হয়ে খেলার সময় মোটিভেট করি। সমালোচনাকে খুব একটা গায়ে মাখিনা।”
সমালোচনার মুখে চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং। লর্ডস টেস্টে ৩৫ বল খেলার পর প্রথম রান করেছিলেন পূজারা। এবার সতীর্থের পাশে দাঁড়িয়ে রাহানে জানান, “আমি আর চেতেশ্বর একসঙ্গে বহুদিন ধরে খেলছি। আমরা জানি কোন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। আমরা জানি চাপ কিভাবে কাটিয়ে উঠতে হয়।কিন্তু যেটা আমাদের হাতে নেই, তা নিয়ে আমরা ভাবি না।” পূজারা প্রসঙ্গে ফের একবার ঘুরিয়ে সমালোচকদের খোঁচা দিলেন আজিঙ্কা রাহানে।
এখন ভারতের নজর হেডিংলে টেস্টে। ১-০ ফলে এগিয়ে রয়েছে দল। এই টেস্ট জিতে ইংল্যান্ডের উপর চাপ বাড়িয়ে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। রোজ রোজ সামি-বুমরাহ অতিমানবীয় ইনিংস খেেলবেনা, এবার দায়িত্ব নিতে হবে টপঅর্ডার ব্যাটসম্যানদেরও। এমনটাই মত প্রাক্তন ক্রিকেটারদের একাংশের।