ওয়াশিংটন: সময় যত এগিয়েছে, খেলার মান তত এগিয়েছে। এখন আরও কঠিন হয়ে গিয়েছে খেলাধূলা। খেলোয়াড়দের যাবতীয় শক্তি, দুর্বলতা এখন ল্যাপটপবন্দি। বিপক্ষের খুঁটিনাটি দেখে স্ট্র্যাটেজি ঠিক করে নেন কোচেরা। সে ক্রিকেট হোক কিংবা ফুটবল। ডেটা অ্যানালিস্টের (Data Analytics) ভূমিকা অনস্বীকার্য। তাঁরাই এখন হয়ে উঠেছেন কোচেদের প্রধান হাতিয়ার।
আরও পড়ুন: করোনায় উদ্বেগ বাড়ছে সৌরভের বোর্ডে
আধুনিক ক্রিকেটে বিশ্লেষকদের (Data Analytics) ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু মাঠে অনুশীলনই নয়, পরিকল্পনামাফিক অনুশীলনই এখন সাফল্যের মন্ত্র। মাঠের বাইরে এই ডেটা অ্যানালিস্টরাই (Data Analytics) বাতলে দেন আসল দাওয়াই। প্রত্যেক দলেই এখন ডেটা অ্যানালিটিক থাকেন। দিনের পর দিন তাঁরা অপরিহার্য হয়ে উঠছেন। বলা যেতে পারে আধুনিক ক্রীড়াক্ষেত্রে এক বিপ্লব এনেছেন ডেটা অ্যানালিস্টরা। বৃহস্পতি এবং শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বস্টনের একটি ক্রীড়া বিশ্লেষক সংস্থা। যেখানে প্রধান অতিথি ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন (Garry Kirsten)। থাকবেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ (Isa Guha)। অনুষ্ঠানটি অবশ্য ভার্চুয়াল কনফারেন্সেই (Virtual Conference) হবে। এই প্রথম আমেরিকায় ক্রিকেট নিয়ে কোনও অনুষ্ঠান হচ্ছে।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়। একই সঙ্গে এনসিএর ডিরেক্টরও। ফলে আধুনিক ক্রীড়া আঙিনায় অ্যানালিস্টদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তিনি ভালো মতোই জানেন। শুধু ক্রিকেট কিংবা ফুটবলই নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় বাস্কেটবল লিগেও ডাটা অ্যানালিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।