মুম্বই: আইপিএলের (IPL) কাউন্টডাউন শুরু। গত বারের আইপিএলে এক্কেবারে ছন্দে ছিল না তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকেও (MS Dhoni) চেনা ছন্দে দেখা যায়নি। এ বারের আইপিএলে গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করবে ড্যাডিস আর্মি। এ বারের আইপিএলে সিএসকে ক্যাপ্টেন দাঁড়িয়ে রয়েছেন তিনটি মাইলস্টোনের সামনে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ধোনির ভক্তরা আবার প্রিয় মাহিকে ২২ গজে শাসন করতে দেখার অপেক্ষায় রয়েছে। সেই অপেক্ষার অবসান হতে চলেছে ১০ এপ্রিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলবে ধোনিব্রিগেড।
ব্যাক্তিগতভাবে মহেন্দ্র সিং ধোনি এ বারের আইপিএলে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আইপিএল-১৪-তে ধোনি যে তিনটি মাইলস্টোন স্পর্শ করতে পারেন সেগুলি হল-
১. ১৫০ টি উইকেট- আর মাত্র দুটো উইকেট নিতে পারলেই আইপিএলে ১৫০ উইকেট তুলে নেওয়ার নজির গড়বেন মহেন্দ্র সিং ধোনি। তাই এ বারের আইপিএলে ধোনির কাছে বড় সুযোগ রয়েছে। এই কীর্তি গড়লেই তিনিই হবেন প্রথম উইকেটকিপার-ব্যাটসম্যান যিনি এই রেকর্ডের অধিকারী হবেন।
২. ৭০০০ টি-২০ রান- এ বারের আইপিএলে আর ১৭৯ রান করলেই টি-২০ কেরিয়ারে ৭ হাজার রান করার রেকর্ড গড়বেন মাহি।
আরও পড়ুন: আমেরিকার ক্রিকেট অনুষ্ঠানে অতিথি দ্রাবিড়
৩. ২০০ ছক্কা- পাওয়ার হিটার ধোনির ছক্কাবৃষ্টি দেখার অপেক্ষার রয়েছে ধোনির ভক্তরা। নেট অনুশীলনে যেভাবে চার-ছয়ের বন্যা বইছে ধোনির ব্যাট থেকে তাতে আইপিএলে এই মরসুমে ধোনির থেকে ভক্তদের প্রত্যাশা আরও বাড়ছে। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ ছক্কা মারার রেকর্ডের কাছাকাছি দাঁড়িয়ে আছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মরসুমে ১৪টি ছক্কা মারতে পারলেই সিএসকের হয়ে আইপিএলে ২০০ ছক্কার রেকর্ডও ভরবেন নিজের ঝুলিতে।