কলকাতা : গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে ছিল টিম ইন্ডিয়া। কলকাতা পৌঁছে তা হঠাৎই পরিণত হল আতঙ্কে। যদিও ম্যাচ সংক্রান্ত কারণে নয়। পুরো টিমকেই আচমকা গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বার্থডে বয়। ইডেন ম্যাচের আগের দিন অর্থাৎ বুধবার জন্মদিন ছিল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। দুপুর গড়াতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলার জন্য কলকাতায় পা দেয় টিম ইন্ডিয়া। আগের দিন ম্যাচ খেলায় প্র্যাক্টিস ছিল না টিমের। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে বিশ্রামের সিদ্ধান্তই নেওয়া হয়। মাত্র একদিনের ব্য়বধানে ম্যাচ হওয়ায় আগে থেকেই জানানো হয়েছিল, কোনও দলই প্রস্তুতি নামবে না। তা হলে কেন ভারতীয় দলে এমন আতঙ্ক? বিস্তারিত TV9Bangla-য়।
‘বার্থডে বয়’ রাহুল দ্রাবিড় ৫০তম জন্মদিন পালন করছিলেন। টিমের তরফে ভারতীয় টিমের কোচের জন্য নানা ব্যবস্থাই রাখা হয়েছিল। শান্তশিষ্ট রাহুল দ্রাবিড় হইহুল্লোর পছন্দ না করলেও ছাত্রদের অনুরোধ ফেলতে পারেননি। কেকও কাটেন। টিমের সঙ্গে সেলিব্রেশনও করেন। যদিও পরদিন ম্যাচ থাকায় বেশি রাত অবধি এই পর্ব চলেনি। রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কোচ রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে ভারতীয় শিবির।
ভারতীয় দলের সঙ্গে থাকা লোকাল ম্যানেজার জানালেন, রাতে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি নাকি ওষুধ আনতে ভুলে গিয়েছিলেন। সেই মুহূর্তে তাই সাময়িক আতঙ্ক থাকলেও দ্রুত বাংলা ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সিএবির তরফে তড়িঘড়ি ব্যবস্থা করা হয়। দ্রাবিড়ের কাছে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। এদিন সকালে সুস্থ বোধ করায় তিনি মাঠেও রয়েছেন। ডাগ আউটে থেকে দলের জন্য পরিকল্পনাও করছেন। তবে রাতটা কিছুটা হলেও অস্বস্তিতে কেটেছে ভারতীয় দলের। ম্যাচ শুরু হতে অবশ্য ফোকাস পুরোপুরি মাঠের খেলায়। কোচ সুস্থ, এ বার ম্যাচ জিতে, সিরিজ নিশ্চিত করায় নজর ভারতীয় শিবিরের।
পঞ্চাশের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বে খানিকটা হলেও আতঙ্ক রয়েছে। কিছু দিন আগেই কমেন্ট্রি করার সময় হঠাৎই বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন রিকি পন্টিং। যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল তাঁর পরিবার ও অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলকে। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। যদিও পরদিনই আবার কমেন্ট্র বক্সে দেখা গিয়েছিল। দ্রাবিড়ের ক্ষেত্রে ততটা বাড়াবাড়ি না হলেও তাঁর অসুস্থতা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বাংলার ক্রিকেট কর্তাদের।