Rahul Dravid: কোহলির মতো ব্যাটারকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ, বলছেন দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 15, 2022 | 4:05 PM

বিরাট কোহলি যখন ফর্মহীনতায় ভুগছেন সেইসময়কার কথা মনে করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

Rahul Dravid: কোহলির মতো ব্যাটারকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ, বলছেন দ্রাবিড়
Image Credit source: Twitter

Follow Us

ঢাকা: গত কয়েকবছর ধরে ফর্ম নিয়ে প্রবল সমালোচনা সয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কঠিন সময়ে যেমন অনুরাগীদের সমর্থন পেয়েছেন তেমনই দলের তারকা ব্যাটারের উপর ভরসা রেখেছেন সতীর্থরা এবং কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভরসার দাম দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপ টুর্নামেন্টে সেঞ্চুরির খরা পূর্ণ করে টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে কোহলি ছিলেন দারুণ ফর্মে। কোহলির ফর্ম নিয়ে প্রবল অস্বস্তিতে থাকা ভারতীয় দলে ফিরে এসেছে একরাশ স্বস্তি। আগামী বছর ঘরের মাটিতে ওডিআই বিশ্বকাপ। ভারতের আইসিসি ট্রফির খরা কাটাতে আরও একবার কোহলির দিকে চেয়ে থাকবেন আপামর ভারতীয় সমর্থকরা। কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে দলের অন্যতম সেরা ব্যাটার তৈরি হচ্ছেন ৫০ ওভারের বিশ্বকাপের জন্য। হঠাৎই দ্রাবিড়ের মুখে শোনা গেল কোহলির খারাপ ফর্মের সময়ের কথা। কেমন ছিল সেই সময়টা? দ্য ওয়ালের বক্তব্য তুলে ধরল TV9 Bangla

টি-২০ বিশ্বকাপের পর সাময়িক বিরতি নিয়ে কাজে ফিরেছেন দ্রাবিড়। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, “ও নিজেই নিজের স্ট্যান্ডার্ড তৈরি করেছে। তাই ওই সময়টা বিরাটের জন্য সহজ ছিল না। গত দেড়বছর ধরে চোখের সামনে বিরাট কোহলিকে প্রস্তুতি নিতে দেখার অভিজ্ঞতা দারুণ। একজন কোচ হিসেবে আমার দায়িত্ব সংখ্যার দিকে না তাকিয়ে ও কেমন ব্যাট করছে সেটা দেখার।” কোচ হিসেবে সেই সময়টা কীভাবে সামলেছেন? দ্রাবিড়ের কথায়, “আমাদের এটা বোঝা ভীষণ প্রয়োজন যে কোহলি তখনও খারাপ ব্যাটিং করেনি। হাফ সেঞ্চুরিগুলো শতরানে পরিবর্তন হচ্ছিল না।”

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সেরা ব্যাটার কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসগুলির মধ্যে একটি হয়ে থাকবে। দ্রাবিড় বলেছেন, কোচ হিসেবে এমন একজন ক্রিকেটারের ব্যাট নিশ্চুপ দেখাটা খুব কঠিন। যাই হোক, খারাপ সময় কেটে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে সম্প্রতি কেরিয়ারের ৭২তম শতরান করেছেন কোহলি।

Next Article