RAHUL DRAVID: ‘বেগা ওয়াড়ি !’ সিরিজ মাঝে ব্রিটিশ হাই কমিশনারকে কন্নড় শেখালেন দ্রাবিড়

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 09, 2021 | 9:29 AM

   নটিংহ্য়ামে বৃষ্টিবিঘ্নিত টেস্টে সেয়ানে সেয়ানে লড়াই চলছে। আর এর মাঝেই বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা  ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্সি হেলিসের সঙ্গে।

RAHUL DRAVID: বেগা ওয়াড়ি ! সিরিজ মাঝে ব্রিটিশ হাই কমিশনারকে কন্নড় শেখালেন দ্রাবিড়
ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে দ্রাবিড়

Follow Us

বেঙ্গালুরুঃ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্রথম টেস্ট। বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা বন্ধ প্রায় দিনভর। আর এর মাঝেই নটিংহ্যাম থেকে কয়েকশো কিলোমিটার দূরে এক ব্রিটিশকে কন্নড় শেখালেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়। সিরিজ মাঝেই বেঙ্গালুরর ক্রিকেট আড্ডায় মোলাকাত রাহুল দরাবিড় ও এদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের। ক্রিকেট আলোচনার মাঝেই  রাহুল তাঁকে শেখালেন কন্নড়।

নটিংহ্য়ামে বৃষ্টিবিঘ্নিত টেস্টে সেয়ানে সেয়ানে লড়াই চলছে। আর এর মাঝেই বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা  ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্সি হেলিসের সঙ্গে। ক্রিকেট আড্ডার মাঝে ব্রিটিশ হাইকমিশনারের আবদার, “কন্নড় ভাষা শেখাও। যেই ভাষায় মাঠে দুই কর্নাটকী ক্রিকেটার নিজেদের মধ্যে কথা বলে, এমন কিছু শব্দ বল আমাকে।” হাসতে হাসতে রাহুল বললেন, “বেগা ওয়াড়ি।” বেগা ওয়াড়ি, সেটা আবার কি? মানে ১ রান। অর্থাৎ শট নিয়ে নন স্ট্রাইকার অন্ডের ব্যাটসম্যানকে সিঙ্গলসের জন্য এই শব্দই ব্যবহার করেন ব্যাটসম্যান।

কন্নড় ভাষায় এক ক্রিকেটীয় শব্দ শেখার পর যারপরনাই খুশি ব্রিটিশ হাই কমিশনার। হাসির রোল উঠল অ্যাকাডেমি জুড়ে।

Next Article