Dravid’s Celebration: পন্থের শতরানে দ্রাবিড়ীয় উদযাপন, ‘গুরু’-র উচ্ছ্বাসে মাতল নেটদুনিয়া

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 02, 2022 | 7:00 AM

এজবাস্টনে ঋষভ পন্থের শতরানে একরাশ স্বস্তি ভারতীয় শিবিরে। শতরান পূর্ণ হতেই ড্রেসিংরুম থেকে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিরাট কোহলিরা। তবে নেটিজেনরা মজেছেন কোচ রাহুল দ্রাবিড়ের শিশুর মতো সেলিব্রেশনে। ব্যাট হাতে ইংরেজ বোলারদের যেভাবে শাসন করলেন পন্থ, তাতে বেজায় খুশি 'গুরু'।

Dravids Celebration: পন্থের শতরানে দ্রাবিড়ীয় উদযাপন, গুরু-র উচ্ছ্বাসে মাতল নেটদুনিয়া
শেষ কবে দ্রাবিড়কে এভাবে দেখেছেন?
Image Credit source: Twitter

Follow Us

বার্মিংহাম: ১১১ বলে অনবদ্য ১৪৬ রানের ইনিংস। শতরান এল ৮৯ বলে। ২০টি চার ও চারটি ছয়  দিয়ে সাজানো। ধুঁকতে থাকা ভারতীয় দলকে টেনে তুললেন তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ( Rishabh Pant Century) । এজবাস্টনের টেস্ট ম্যাচে ওয়ান ডে-র মেজাজে পন্থের ব্যাটিংয়ে ইংরেজ বোলারদের যাবতীয় পরিকল্পনা এলোমেলো হয়ে গেল। টেস্ট (India vs England 5th test) মানেই শুধু ক্রিজ আঁকড়ে পড়ে থাকা নয়। ভারতীয় ক্রিকেটে সেটা অনেক আগেই করে দেখিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। সেই একইভাবে পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে নাস্তনাবুদ করে ছাড়লেন এজবাস্টন টেস্টের সহ-অধিনায়ক। একটা সময় মনে হচ্ছিল দুশো রান উঠবে তো? পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলে পন্থ যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন স্টেডিয়াম জুড়ে হাততালি। হাঁফ ছেড়ে বাঁচলেন তামাম ভারতীয় ক্রিকেট দর্শক।

শুধু কি দর্শকরা? টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান পূর্ণ হতেই ব্যাট তুলে ধরলেন ঋষভ। ভারতীয় দলের ড্রেসিংরুমে তখন বন্য সেলিব্রেশন। বিরাট কোহলি, ময়ঙ্ক আগরওয়ালরা খুশিতে ফেটে পড়েছেন। ধীর স্থির, আপাত শান্ত স্বভাবের জন্য পরিচিত রাহুল দ্রাবিড়ের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি মনে ধরেছে নেটিজেনদের। তাঁর এমন উচ্ছ্বল রূপ খুব কমই দেখা যায়। দ্রাবিড়ের ‘স্ট্যান্ডিং ওভেশন’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও সময় নেয়নি। ব্যাট হাতে ইংরেজ বোলারদের যেভাবে শাসন করলেন পন্থ, তাতে বেজায় খুশি ‘গুরু’। নেতৃত্বের চাপ মাথায় নিয়ে নড়বড়ে মনে হলেও এজবাস্টনে বুমরার ডেপুটি সব সমালোচনার মুখ বন্ধ করে দিলেন।

ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে মোট তিনবার। তবে গত ১৫টা বছর ধরে রানির দেশে লাল বলের ফরম্যাটে দাঁত ফোটানো সম্ভব হয়নি। ইংল্যান্ডে শেষবার টেস্ট সিরিজে জয় আসে ২০০৭ সালে। সেবার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে তিন টেস্টের সিরিজ ভারত জেতে ১-০ ব্যবধানে। দ্রাবিড়রা প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় ও তৃতীয় টেস্ট উত্তেজকভাবে ড্র হয়েছিল। এরপর তিন তিনবার ইংল্য়ান্ড সফরে গেলেও সাফল্য আসেনি। এ বার দ্রাবিড়ীয় দর্শনে ইংল্যান্ড জয়ের সুবর্ণ সুযোগ। ভূমিকা বদলালেও ১৫ বছরের আগল ভেঙে ইংরেজদের মাটিতে কি তেরঙ্গা উড়বে?

সবেমাত্র প্রথম দিনের খেলা শেষ হয়েছে। পন্থের সেঞ্চুরির পাশাপাশি দলকে কিনারা থেকে টেনে তোলার কাজে যোগ্য সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার বহু ক্ষেত্রে বিপত্তারিণীর ভূমিকায় অবতীর্ণ হন। ৯৮ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর একদিকে পন্থ যখন তাণ্ডবলীলা চালাচ্ছেন তখন উল্টোদিকে ক্রিজ আঁকড়ে পড়ে রইলেন স্যর জাদেজা। ১৬৩ বলে ৮৩ রানে অপরাজিত তিনি। এই দুইয়ের দাপটে প্রথম দিনের শেষে ৭ উইকেট খুইয়ে ভারতের খাতায় উঠেছে ৩৩৮ রান।

Next Article