KKR vs RCB, IPL 2025: উদ্বোধনের আগে ইডেনে ভিলেন বৃষ্টি, মাঝপথেই মাঠ ছাড়লেন কোহলি-রাহানেরা
IPL 2025: আজ, শুক্রবার দুই দল শেষ বেলার প্রস্তুতির জন্য ইডেনে এসেছিলেন। কিন্তু পুরো অনুশীলন করা হল না দুই দলের ক্রিকেটারদের। বিরাট-রাহানেদের অনুশীলনের মাঝে ভিলেন হয়ে দাঁড়াল বৃষ্টি।

কলকাতা: ক্রিকেট প্রেমীরা আপাতত অধীর আগ্রহে আইপিএল (IPL) দেখার অপেক্ষায় রয়েছেন। আর এদিকে প্রকৃতি দেখাচ্ছে ‘খেলা।’ আগামিকাল আইপিএলের উদ্বোধন। টুর্নামেন্টের সূচনা হচ্ছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ওই ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তার আভাস মিলেছে শুক্রবারই। আজ, শুক্রবার দুই দল শেষ বেলার প্রস্তুতির জন্য ইডেনে এসেছিলেন। কিন্তু পুরো অনুশীলন করা হল না দুই দলের ক্রিকেটারদের। বিরাট-রাহানেদের অনুশীলনের মাঝে ভিলেন হয়ে দাঁড়াল বৃষ্টি।
কেকেআর-আরসিবি ম্যাচের আগের দিন ঘণ্টা খানেক অনুশীলন করতে পারলেন দুই দলের ক্রিকেটাররা। তারপরই মাঠ ছাড়তে বাধ্য হলেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা। সাদা কাপড়ে ঢাকল ইডেন। যে ছবি দেখে অনেক কেকেআর প্রেমীর মাথায় হাত পড়তে পারে। মনে আশঙ্কা জাগতে পারে যে, তা হলে কি সত্যিই ভেস্তে যাবে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ।
প্রকৃতি কখন যে কী খেলা দেখাবে, তাতে কারও নিয়ন্ত্রণ নেই। আগামী ৪দিন দক্ষিণ বঙ্গের সকল জায়গাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। এর ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এই খবরটিও পড়ুন




উল্লেখ্য, ২২ মার্চ অর্থাৎ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তেমনটা হলে ইডেনে ম্যাচ খেলার সেই অর্থে বেশি সমস্যা হবে না। কারণ ক্রিকেটের নন্দনকাননে জলনিকাশী ব্যবস্থা খুবই ভালো। ফলে হালকা বৃষ্টি হলে মাঠ থেকে জল বের করা নিয়ে কোনও সমস্যা হবে না। কিন্তু একটানা বৃষ্টি হলে, তা অবশ্যই বড় সমস্যা। এ বার দেখার শেষ অবধি শনিবার বৃষ্টির কারণে ম্যাচ পুরো হয়, নাকি পয়েন্ট ভাগাভাগি হয়।





