ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দু সপ্তাহের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশে সাধারণ নির্বাচনের কথা ভেবেই পূর্ণ সূচি তৈরি করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের সূচি ঠিক করা হতে পারে। এ বারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের চিপকে। প্রথম ম্যাচেই মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন আর এক কিপার ব্যাটার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহেন্দ্র সিং ধোনিকে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তিনি একাই নন, ভারতীয় ক্রিকেটের তারকা এবং বিদেশি ক্রিকেটারদেরও দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। অনেক তরুণ ক্রিকেটারের কাছে আইপিএলই দক্ষতা প্রমাণের মঞ্চ। অনেক অভিজ্ঞ প্লেয়ারের কাছেও তাই। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএলে ভালো পারফর্ম করতে পারলে, সুযোগ মিলতে পারে বিশ্বকাপে। সেটাই যেন লক্ষ্য সঞ্জু স্যামসনের।
আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর নজরে যেমন এই টুর্নামেন্ট, তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জোড়া লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন সঞ্জু স্যামসন। প্র্যাক্টিস গ্রাউন্ডে তাঁর বিশাল কাটআউট। নায়কের মতোই নিজের অস্ত্র ব্যাট তুলে নিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। বিধ্বংসী ব্যাটিংয়ে যেন বার্তা, মাঠে নামতে প্রস্তুত।
Get ready. He’s back 🔥💗 pic.twitter.com/3at8KQgdhH
— Rajasthan Royals (@rajasthanroyals) March 3, 2024
এ বারের আইপিএলের তৃতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ মাঠে নামছে রাজস্থান রয়্যালস। তাদের প্রথম প্রতিপক্ষ লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস।