নয়াদিল্লি: আর রাখঢাক নয়। আর নমনীয়ও নয়। এ বার রীতিমতো হুঙ্কারই দিয়ে বসল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তান না যায়, তা হলে আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলতেও তারা ভারতে পা দেবে না। পাল্টা চাপের খেলা যে পাক বোর্ড খেলতে চাইছে, সন্দেহ নেই। তাতেও যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, নিশ্চিত নয় রামিজ রাজার বোর্ড (PCB)। আর তাই অন্য দাবিও তুলে দিল। ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে চাওয়ার কারণে ওই দেশ থেকে টুর্নামেন্ট সরানো হয়, তা হলে এশিয়া কাপ থেকেও সরে দাঁড়াবে তারা। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক দুই দেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করেছে ভারত। তাই কোনও ভাবেই ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে যাবে না। যতই হুঙ্কার দিক পিসিবি, বিসিসিআইও (BCCI) নিজের জায়গায় অনড়। কী বললেন রামিজ রাজা? তুলে ধরল TV9 Bangla।
রামিজের স্পষ্ট কথা, ‘এমন নয় যে, আমাদের কাছে আয়োজক সত্ত্ব নেই। আমরাই জোর করে আয়োজন করতে চাইছি এশিয়া কাপ। আমরাই আগামী এশিয়া কাপের আয়োজক। ভারত চাইলে এশিয়া কাপ খেলবে। আর সেই কারণে যদি আমাদের কাছ থেকে এশিয়া কাপ ছিনিয়ে নেওয়া হয়, তা হলে আমরাও খেলব না টুর্নামেন্টে। একটা জিনিস খুব পরিষ্কার বলে দিতে চাই, ওরা এশিয়া কাপ খেলতে এলে, আমরা বিশ্বকাপ খেলতে যাব। যদি ভারত না আসে, তা হলে আমরাও যাব না। যদি পাকিস্তান ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না যায়, কে দেখবে? সোজা কথা, আমরা এ বার আগ্রাসী হব। আমাদের টিম কিন্তু পারফর্ম করছে। আর্থিক ভাবে এগিয়ে থাকা টিমগুলোকে হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলেছি।’
পাকিস্তান যতই হুমকি দিক, ভারত কোনও ভাবেই ওই দেশে যাবে না। সে কথা মাথায় রেখেই রামিজ বলে দিচ্ছেন, ‘পাকিস্তান ক্রিকেট যাতে আর্থিক ভাবে ঘুরে দাঁড়ায়, তার জন্য চেষ্টা করছি। সেটা সম্ভব, যদি জাতীয় টিম ভালো পারফর্ম করে। সেটা কিন্তু পাকিস্তান টিম করছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছিল টিম। এই বছরের বিশ্বকাপে ফাইনালে উঠেছিলাম আমরা। ভারতের মতো আর্থিক প্রাচুর্য থাকা টিমকে বছরে দু’বার হারিয়েছি আমরা।’
পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তা হলে কী চাপে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড? সময় বলবে। যে আর্থিক উন্নতির উপর জোর দিচ্ছেন রামিজ রাজা, তা ফেরাতে হলে কিন্তু ওয়ান ডে বিশ্বকাপ থেকে নাম তোলাটা বোকামিই হবে পাকিস্তানের।