ইসলামাবাদ: অবশেষে আশঙ্কাই সত্যি হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডে চেয়ারম্যানের পদ খোয়ালেন রামিজ রাজা। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামিজ রাজার (Ramiz Raza) জায়গায় পিসিবির মসনদে ফিরতে চলেছেন নাজাম শেঠি। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতিমধ্যেই পিসিবির (PCB) নতুন চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠিকে (Najam Sethi) নিয়োগের অনুমোদন দিয়েছেন। ক্রিকেট মহল মনে করছে, ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়শি দেশে। সেই তথ্যই তুলে ধরা হল TV9Bangla-য়। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর, পাকিস্তান ক্রিকেট বোর্ডেও পরিবর্তন হয়েছিল। সেই সময় নাজামের জায়গায় পিসিবির চেয়ারম্যান হন রামিজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন নেই ইমরান। এ বার পিসিবিতেও বদলের পালা।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক নিকট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সংক্রান্ত চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাতে পিসিবির ২০১৯ সালের গঠনতন্ত্র বাতিলের বিজ্ঞপ্তি দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। ২০১৪ সালের সংবিধান কার্যকর হবে। বোর্ডের কার্যাবলী পরিচালনার জন্য একটি নতুন সেট আপও ঘোষণা করা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড নির্বাচনের জন্য এক অস্থায়ী নির্বাচক কমিটিও নিয়োগ করা হবে।
রামিজ রাজা পিসিবির চেয়ারম্যান থাকাকালীন পাক ক্রিকেট নিয়ে কম বিতর্ক হয়নি। মরুশহরে টি টোয়েন্টি বিশ্বকাপের সময়, পাক দল নির্বাচন নিয়ে নানা প্রশ্নও উঠেছিল। এ ছাড়াও একাধিক পাক সিরিজের সময় রামিজ রাজার সিদ্ধান্ত নিয়ে কম জলঘোলা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচের পিচ নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রামিজ।
২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। আর সেখানে এশিয়া কাপ হলে ভারত খেলতে যাবে না। এমনটা জানিয়ে দেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপরই রামিজ দাবি করেন, ভারত তাঁদের দেশে এশিয়া কাপে খেলতে না এলে পাকিস্তানও ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেবে না। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে হতে চলা আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে রামিজ এমন বিবৃতি দিয়েছেন তা মোটেও ভালোভাবে নেয়নি বিসিসিআই। আইসিসির ওয়ান ডে বিশ্বকাপের মতো বড় ইভেন্টে পাকিস্তান অংশ না নিলে সেদেশেরই ক্ষতি। সে কারণে, রামিজকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের সরকার।